পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

সুতিতে পথদুর্ঘটনায় মৃত 7, আহত আরও 15 - মুর্শিদাবাদে পথ দুর্ঘটনা

একটি ছোটো চার চাকার গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি অটোর উপর গিয়ে পড়ে ।

Road accident in Suti
প্রতীকী ছবি

By

Published : Mar 11, 2021, 3:48 PM IST

Updated : Mar 11, 2021, 4:14 PM IST

মুর্শিদাবাদ, 11 মার্চ : সুতি সংলগ্ন 34 নম্বর জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হল সাত জনের । দুর্ঘটনায় গুরুতর আহত আরও পনেরো জন । আজ দুপুরে দুর্ঘটনাটি ঘটেছে 34 নম্বর জাতীয় সড়কের উপর সুতি থানার ধলার মোড়ে । আহতদের জঙ্গিপুর মহকুমা হাসপাতালে আনা হলে আটজনকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করা হয়।

এখনও পর্যন্ত মৃতদের দু'জনের নাম জানা গিয়েছে । দু'জনের নাম আজ়ফারুল শেখ (24) ও ফিরোজ শেখ (26) ।

সাজুর মোড় থেকে বহরমপুর যাচ্ছিল একটি ছোটো গাড়ি । অপরদিকে জঙ্গিপুর থেকে ডাকবাংলোর দিকে আসছিল একটি অটো । হঠাৎ ধলার মোড় এলাকায় ছোটো গাড়িটির সামনের ডানদিনের চাকা ফেটে সেটি খুলে যায় । ছোটো গাড়িটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা অটোটির উপর গিয়ে পড়ে ।

আরও পড়ুন : দাসপুরে ঝড়-বৃষ্টিতে নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা বাসের, আহত 10

দুর্ঘটনাস্থানেই মৃত্যু হয় সাত জনের । মৃতদের দু'জন ছোটো গাড়ির যাত্রী । বাকিরা অটোর যাত্রী । স্থানীয়রাও এসে উদ্ধার কাজে হাত লাগায় । আহতদের উদ্ধার করে সঙ্গে সঙ্গে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে আনা হলে আটজনকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয় । হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ৷

দুর্ঘটনাস্থানে আসে সুতি থানার বিশাল পুলিশ । দু'টি গাড়ি রাস্তা থেকে সরিয়ে যানজট মুক্ত করার প্রক্রিয়া চলছে ।

Last Updated : Mar 11, 2021, 4:14 PM IST

ABOUT THE AUTHOR

...view details