মুর্শিদাবাদ, 11 মার্চ : সুতি সংলগ্ন 34 নম্বর জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হল সাত জনের । দুর্ঘটনায় গুরুতর আহত আরও পনেরো জন । আজ দুপুরে দুর্ঘটনাটি ঘটেছে 34 নম্বর জাতীয় সড়কের উপর সুতি থানার ধলার মোড়ে । আহতদের জঙ্গিপুর মহকুমা হাসপাতালে আনা হলে আটজনকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করা হয়।
এখনও পর্যন্ত মৃতদের দু'জনের নাম জানা গিয়েছে । দু'জনের নাম আজ়ফারুল শেখ (24) ও ফিরোজ শেখ (26) ।
সাজুর মোড় থেকে বহরমপুর যাচ্ছিল একটি ছোটো গাড়ি । অপরদিকে জঙ্গিপুর থেকে ডাকবাংলোর দিকে আসছিল একটি অটো । হঠাৎ ধলার মোড় এলাকায় ছোটো গাড়িটির সামনের ডানদিনের চাকা ফেটে সেটি খুলে যায় । ছোটো গাড়িটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা অটোটির উপর গিয়ে পড়ে ।