পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

অফিসের ব্যাগ-জলের বোতল দেখেই ছেলে ঋষভকে চিনতে পারেন বাবা - ঋষভ মণ্ডল

কলকাতায় মুষলধারে বৃষ্টি হচ্ছে শুনে শেষ ফোনে ছেলেকে গাড়িতেই বাড়ি ফিরতে বলেছিলেন গোপালবাবু । কথা শোনেনি ঋষভ ৷ প্রতিদিনের মতো হাইকোর্টের দিক থেকে ইডেনগার্ডের দিকে হেঁটে যেতে গিয়েই ঘটে বিপত্তি ।

ঋষভ মণ্ডল
ঋষভ মণ্ডল

By

Published : May 12, 2021, 11:27 AM IST

ফরাক্কা, 12 মে : রাজভনের গেটের সামনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় ফরাক্কার ঋষভ মণ্ডলের ৷ প্রথমে প্রতিবেশী একজন টিভি দেখে ঋষভের মৃত্যু সংবাদ দেয় তাঁর বাবাকে । পরে ছেলের অফিস যাওয়ার কালো চামড়ার ব্যাগ ও লাল রঙের জলের বোতল দেখেই চিনতে পারেন বাবা গোপাল মণ্ডল ।

এদিন ছেলের মৃত্যু সংবাদ পেতেই শোকে ঘনঘন জ্ঞান হারাচ্ছেন ঋষভের মা । কলকাতায় মুষলধারে বৃষ্টি হচ্ছে শুনে শেষ ফোনে ছেলেকে গাড়িতেই বাড়ি ফিরতে বলেছিলেন গোপালবাবু । কথা শোনেনি ঋষভ ৷ প্রতিদিনের মতো হাইকোর্টের দিক থেকে ইডেনগার্ডের দিকে হেঁটে যেতে গিয়েই ঘটে বিপত্তি ।

মঙ্গলবার সন্ধ্যায় রাজভবনের উত্তর দিকের গেটের সামনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত হয় ঋষভ মণ্ডলের (২৩) ৷ বাড়ি ফরাক্কা থানার এনটিপিসির নবারুণ এলাকায় । জ্বালানি তেল সংস্থায় ইঞ্জিনিয়ার পদে কাজ করতেন ফরাক্কার বাসিন্দা ঋষভ । বাবা মা ফরাক্কাতেই থাকতেন । কলকাতায় তিনি একা থাকতেন । প্রতিদিন সকাল আটটা নাগাদ অফিস বেড়িয়ে বাড়ি ফিরতেন সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ । মঙ্গলবার দুপুরে বাবা মা ছেলের খাওয়া হয়েছে কিনা ফোনে জানেন । সন্ধ্যা নাগাদ মুষলধারে বৃষ্টি হচ্ছে জেনে বাবা গাড়িতে ফেরার পরামর্শ দেন । কিন্তু প্রতিদিনের মতো এদিন হেঁটেই ধর্মতলার দিকে আসছিলেন ঋষভ মণ্ডল । আর তাতেই প্রাণ হারাতে হল তাঁকে ।

ছেলের মৃত্যু সংবাদ পেতেই শোকে ঘনঘন জ্ঞান হারাচ্ছেন ঋষভের মা

আরও পড়ুন :বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় বিভাগীয় তদন্তের নির্দেশ ফিরহাদের

পরিবারের পক্ষ থেকে ঘটনায় সিইএসসির বিরুদ্ধে চূড়ান্ত গাফিলতির অভিযোগ এনে পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানানো হয়েছে । পরিবারের দাবি, মহানগরীতে কীভাবে বিদ্যুতের তার ছিঁড়ে রাস্তায় পড়ে থাকল তার তদন্ত হওয়া উচিত । টিভিতে এই খবর সম্প্রচারিত হতেই প্রতিবেশী এসে বাড়িতে খবর দেন । পরে ছেলের ব্যাগ ও জলের বোতল দেখে চিনতে পারেন বাবা । তারপর থেকে বারবার মূর্ছা যাচ্ছেন মা । ছেলের শোকে মুষড়ে পড়েছেন বাবা । মঙ্গলবার সন্ধ্যা থেকেই প্রতিবেশী আত্মীয়দের ভিড়ে ঠাসা মণ্ডল পরিবার । ঋষভের মৃত্যুতে এলাকায় শোকার ছায়া নেমে এসেছে ৷

ABOUT THE AUTHOR

...view details