ডোমকল, 29 এপ্রিল : সরকারি বরাদ্দ চাল পাচার করতে গিয়ে গ্রেপ্তার ডোমকল পৌরসভার 8 নম্বর ওয়ার্ডের তৃণমূল সভাপতির বাবা । আটক করা হয়েছে একটি মারুতি ভ্যান । বাজেয়াপ্ত 12 কুইন্টাল চাল । ঘটনায় জড়িত থাকার অভিযোগ উঠেছে ওই ওয়ার্ডের কাউন্সিলর তথা ডোমকল পৌরসভার ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধেও ।
সরকারি বরাদ্দ চাল পাচারের চেষ্টা, ডোমকলে গ্রেপ্তার তৃণমূল নেতার বাবা - lockdown
গতকাল সরকারের দেওয়া 12 কুইন্টাল চাল পাচার করতে গিয়ে ধরা পড়েন তিনি ।
![সরকারি বরাদ্দ চাল পাচারের চেষ্টা, ডোমকলে গ্রেপ্তার তৃণমূল নেতার বাবা ছবি](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-6986649-188-6986649-1588151294526.jpg)
অভিযোগ, গতকাল সরকারের দেওয়া 12 কুইন্টাল চাল পাচার করছিলেন এক ব্যক্তি । গঙ্গাদাসপুরে একটি মারুতি ভ্যান আটক করা হয় । তার সঙ্গে এক ব্যক্তিকেও । পরে জানা যায়, তিনি ডোমকল পৌরসভার 8 নম্বর ওয়ার্ডের তৃণমূল সভাপতি রবিশংকর পালের বাবা । ডোমকল থানার পুলিশ তাঁকে আটক করে থানায় নিয়ে যায় । ঘটনার কথা জানাজানি হতেই শুরু হয় রাজনৈতিক চাপানউতোর । সরব হন BJP নেতা-কর্মীরা । তাঁদের অনেকেই বলতে থাকেন, এই পরিস্থিতিতে যেখানে অর্ধেক লোক খেতে পাচ্ছেন না সেখানে এভাবে সরকারি জিনিস পাচার অন্যায় । স্থানীয়দের একাংশেরও দাবি, ডোমকলের অন্যান্য ওয়ার্ডে খাদ্যসামগ্রী দেওয়া হলেও 8 নম্বর ওয়ার্ড কিছুই পাওয়া যায়নি।
এবিষয়ে ডোমকল পৌরসভার চেয়ারম্যান জাফিকুল ইসলাম বলেন, "সব ওয়ার্ডে চাল বিতরণ হয়ে গেলেও 8 নম্বর ওয়ার্ডে এখনও হয়নি । কী ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে । ঘটনার তদন্ত শুরু হয়েছে । অভিযোগ প্রমাণ হলে তৃণমূল নেতা বলে রেয়াত করা হবে না । "