পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

হরিহরপাড়ায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল জলাধার - মুর্শিদাবাদে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল জলাধার

দু'দিন আগে জলাধারে জল ভরা শুরু হয়। পরীক্ষামূলকভাবে জল সরবরাহ শুরু হয়েছিল। কিন্তু আজ বিকেলে জলাধারটি ভেঙে পড়ে।

জলাধার
জলাধার

By

Published : Jan 1, 2021, 10:38 PM IST

হরিহরপাড়া, 1 জানুয়ারি : পরীক্ষামূলকভাবে পানীয় জল সরবরাহ করতে গিয়ে ঘটল বিপত্তি ৷ হুড়মুড়িয়ে ভেঙে পড়ল জলাধার। দুর্ঘটনায় জখম হয়েছেন ওই জল সরবরাহ কেন্দ্রের এক কর্মী । শুক্রবার বিকেলের দুর্ঘটনাটি ঘটেছে হরিহরপাড়া ব্লকের স্বরূপরূপে। নিম্নমানের সামগ্রী দিয়ে জলাধার তৈরির অভিযোগ তুলেছে স্থানীয়রা । ঘটনাস্থান খতিয়ে দেখতে এসে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়েন বিডিও ও পুলিশ আধিকারিকরা । ক্ষিপ্ত এলাকাবাসীকে শান্ত করতে দ্রুত পানীয় জল সরবরাহের আশ্বাসও দিয়েছেন বিডিও।

PHE-র মাধ্যমে 2009 সালে জলাধার নির্মাণের কাজ শুরু হয়। মাসখানেক আগে দেড় লাখ লিটারের জলাধার নির্মাণের কাজ শেষ হয়। কিন্তু জলসরবরাহ শুরু হয়নি। দু'দিন আগে জলাধারে জল ভরা শুরু হয়। পরীক্ষামূলকভাবে জল সরবরাহ শুরু হয়েছিল। কিন্তু, আজ বিকেলে জলাধারটি ভেঙে পড়ে।

দীর্ঘদিন কাজ চলার পর প্রকল্প শুরু হওয়ার আগেই তা ভেঙে পড়ায় ক্ষিপ্ত স্থানীয়রা । এই দুর্ঘটনার জন্য প্রশাসনকেই দায়ি করেছেন তাঁরা ৷ ফের কবে নতুন করে জলাধার নির্মাণ হবে, আর কবেই বা এলাকার পানীয় জলের সমস্যা মিটবে তা নিয়েই এখন প্রশ্ন স্থানীয়দের।

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details