সুতি, 14 ফেব্রুয়ারি : পাচারের আগেই উদ্ধার হল 972 শিশি নিষিদ্ধ সিরাপ ফেনসিডিল ৷ উদ্ধার করল নিমতিতা BOP-র বর্ডার সিকিউরিটি ফোর্স ৷ যদিও ঘটনায় কাউকে আটক করা যায়নি ৷
সীমান্তে উদ্ধার হাজারখানেক নিষিদ্ধ সিরাপের শিশি - India-Bangladesh Border
মুর্শিদাবাদে ভারত বাংলাদেশ সীমান্তে উদ্ধার হল 972 শিশি নিষিদ্ধ সিরাপ ফেনসিডিল ৷ যদিও ঘটনায় পাচারকারীদের কাউকে আটক করা সম্ভব হয়নি ৷
অভিযোগ, গত রাতে ফেনসিডিলের ওই বোতলগুলি চোরাই পথে বাংলাদেশে পাচারের চেষ্টা করছিল পাচারকারীরা ৷ অভিযান চালিয়ে ধাওয়া করা হয় পাচারকারীদের ৷ সে সময় শিশিগুলি ফেলে রেখে চম্পট দেয় পাচারকারীরা ।
বাংলাদেশে এই নিষিদ্ধ সিরাপ মাদ হিসেবে ব্যবহৃত হয় ৷ সম্প্রতি মুর্শিদাবাদে ভারত-বাংলাদেশ সীমান্তে এই নিষিদ্ধ সিরাপের পাচার বেড়ে গেছিল ৷ 100 ml সিরাপের শিশির দাম ভারতে 75 থেকে 100 টাকার মধ্যে ৷ সেখানে বাংলাদেশে 100 ml সিরাপ বিক্রি হয় প্রায় 300 টাকার বেশি দামে ৷ এক শিশি ফেনসিডিল কাঁটাতারের ওপারে পৌঁছে দিতে কেরিয়ারদের দেওয়া হয় 100 টাকা । মোটা টাকা আয়ের লোভে পড়ে সীমান্ত এলাকায় পাচারকারীদের অনেকেই এখন ফেনসিডিল পাচারের ঝুঁকি নিচ্ছে বলেই BSF সূত্রে খবর ৷ বেশ কিছু ক্ষেত্রে BSF-এর চোখে ফাঁকি দিতে পাচারের কাজে মহিলা এবং স্কুলপড়ুয়াদেরও ব্যবহার করা হচ্ছে ৷ সক্রিয় এই পাচারচক্রের বাড়বাড়ন্ত রুখতে সীমান্তে বাড়তি নজরদারি চালাচ্ছে BSF ৷