পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Berhampore College Student Murder Case : এরকম হলে আর ঘর ভাড়া দেব না, আতঙ্কিত খুনে অভিযুক্ত সুশান্তর মেস মালিক - reaction of susantas mess owner

বহরমপুরে ঘর ভাড়া নেওয়া, সুতপার মেস ও গতিবিধির উপর নজরদারি চালানো, তাঁর ঘনিষ্ঠ বান্ধবীকে সোর্স হিসেবে কাজে লাগানো ৷ এসবের পিছনেই কী সুতপাকে খুনের চক্রান্ত ছিল (Berhampore College Student Murder Case)? ধৃত সুশান্তের একের পর এক স্বীকারোক্তি কী সেসবেরই ইঙ্গিত ?

Murshidabad
খুনে অভিযুক্ত সুশান্তর মেসের ঘর

By

Published : May 5, 2022, 4:31 PM IST

বহরমপুর, 5 মে :কলেজ ছাত্রী খুনের পর এখনও আতঙ্ক কাটছে না বহরমপুরে ৷ সুতপার মেস থেকে মাত্র 700 মিটার দূরে মেস ভাড়া নেয় খুনে অভিযুক্ত সুশান্ত চৌধুরী ৷ সেখান থেকেই সুতপার উপর নজরদারি চালাত সে ৷ সেই মেসের মালিক সুচিত্রা সাহার গলায় আতঙ্কের সুর (Reaction of Accused Susantas Mess Owner) ৷ কাঁপা কাঁপা গলায় তিনি বলেন, "মাত্র কয়েকদিনের জন্য ঘর চাওয়ায় আমি ও আমার স্বামী প্রথমে ভাড়া দিতে চাইনি ৷ এরপর সুশান্ত কাকুতি-মিনতি করে বলেছিল সব জিনিসপত্র নিয়ে চলে এসেছি, এখন আর কোথায় যাব ৷ ক‘টাদিন একটু থাকতে দিন ৷ এরপর ঘর খুঁজে চলে যাব ৷ বহরমপুরে কোচিং নিতে এসেছি ৷"

ঘটনার তিন মাস আগে 18 এপ্রিল থেকে বহরমপুরের গোরাবাজারের রুটিমহল এলাকার এক মেসে ভাড়া থাকতে শুরু করে অভিযুক্ত সুশান্ত চৌধুরী । ওই ঘরে আরও তিনজন থাকত ৷ 2 মে ঘটনার পর ওই মেসে ফিরে গিয়ে তড়িঘড়ি জামা-জুতো বদলে ঘরের চাবি মেস মালিককে দিয়ে নতুন ঘর পেয়ে গিয়েছি, আমার স্যার ঘর খুঁজে দিয়েছে বলেই বেরিয়ে যায় সুশান্ত ৷ সেই সময় ওই ঘরের বাকি আবাসিকরা ছিল না বলেই জানান সুশান্তর মেস মালিক ।

খুনে অভিযুক্ত সুশান্তকে নিয়ে যা বললেন মেস মালিক

তবে কী খুনের পরিকল্পনা নিয়েই বহরমপুরে এসেছিল সুশান্ত ? নাকি কাছে থেকে সুতপাকে ফের সম্পর্কের জালে জড়াতে চেয়েছিল ? সুতপার থেকে 700 মিটার দূরের মেস ভাড়া নেওয়ার পিছনে ঠিক কী কারণ ছিল তা জানতে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ ৷
আরও পড়ুন :Berhampore College Student Murder : মেয়েটাই সুশান্তর জীবনটা নষ্ট করে দিয়েছিল, সুতপা-খুনে সাফাই ধৃতের কাকিমার

ABOUT THE AUTHOR

...view details