রেজিনগর, 31 মার্চ : রেশনের চাল-আটা পাচারের সময় হাতেনাতে ধরে ফেলল গ্রামবাসীরা ৷ বেলডাঙা 2 নম্বর ব্লকের গোপালপুরের ঘটনা ৷ এরপর খবর পেয়ে ঘটনাস্থানে আসে রেজিনগর থানার পুলিশ ৷ 52 বস্তা চাল ও 36 বস্তা চাল বাজেয়াপ্ত করা হয় ৷ ঘটনায় রেশন ডিলার হাসিবুর রহমান সহ আরও 2 জনের বিরুদ্ধে অভিযোগ করে গ্রামবাসীরা ৷
রেশন সামগ্রী পাচারের চেষ্টা, পলাতক অভিযুক্ত ডিলার সহ 2 - পলাতক 2
রেশনের চাল আটা পাচারের সময় হাতেনাতে ধরল গ্রামবাসীরা । আজ দুপুরে ঘটনায় উত্তেজনা ছড়ায় বেলডাঙা-২ ব্লকের গোপালপুরে । পুলিশে খবর দেওয়া হলে রেজিনগর থানার পুলিশ 52 বস্তা চাল ও 36 বস্তা আটা বাজেয়াপ্ত করে নিয়ে যায় ।
লকডাউনে রেশনে সামগ্রী জোগানের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এক মাসের রেশন একসঙ্গে দেওয়া হবে, ঘোষনাও করেছেন তিনি । অভিযোগ, আজ গোপালপুরের রেশন ডিলার উপভোক্তাদের প্রাপ্য সামগ্রী দুটি গাড়িতে ভরে গোপনে পাচার করছিলেন ৷ সেই সময় গ্রামবাসীরা গাড়ি দুটি আটক করে । ঘটনায় মারমুখি জনতা ডিলারের উপর চড়াও হতে গেলে তিনি পালিয়ে যান । গ্রামবাসীরা থানায় খবর দিলে পুলিশ এসে ট্রাক্টর দুটি আটক করে । মোট 52 বস্তা চাল ও 36 বস্তা আটা বাজেয়াপ্ত করে নিয়ে যায় পুলিশ । গাড়ি দুটির ড্রাইভারও ঘটনাস্থান থেকে পালিয়ে যায় ৷
ঘটনায় দু'জনের নামে পাচারের অভিযোগও দায়ের করেছে গ্রামবাসীরা । গ্রামবাসীদের বক্তব্য, রেশনে প্রাপ্য মাল কম দিয়ে ডিলার সেই মাল বাজারে চড়া দামে বিক্রি করে । আজ গ্রামবাসীরা একজোট হয়ে পাচার রুখে দিয়েছে ।