পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Husband-Wife Death: স্ত্রীকে খুন করে আত্মঘাতী স্বামী ? মুর্শিদাবাদ দু'টি মৃত্যু ঘিরে উঠছে প্রশ্ন - Husband Wife Death

স্ত্রী খুনের একদিনের মাথায় উদ্ধার হল স্বামীর ঝুলন্ত দেহ (Body Recovered) ৷ গোটা ঘটনায় রহস্যের গন্ধ ৷ পুলিশ তদন্তে নেমে সঠিক তথ্য উন্মোচনের চেষ্টা করছে ৷

Question arises over husband death after wife murdered in Murshidabad
Question arises over husband death after wife murdered in Murshidabad

By

Published : Oct 20, 2022, 6:06 PM IST

ভগবানগোলা(মুর্শিদাবাদ), 20 অক্টোবর:বুধবার রাতে খুন হন স্ত্রী (Murder)। বৃহস্পতিবার সকালে গাছের ডাল থেকে উদ্ধার হল স্বামীর ঝুলন্ত দেহ (Body Recovered) । দুই মৃত্যুর পিছনে দানা বেঁধেছে রহস্য । এই দুই ঘটনার সংযোগ রয়েছে কি না, খুঁজছে পুলিশ । দুই মৃত্যুর কারণ ভাবাচ্ছে তদন্তকারী দলকে । ঘটনার জেরে চরম চাঞ্চল্য ছড়িয়েছে ভগবানগোলা থানার দিঘায় ।

জানা গিয়েছে, মৃত দম্পতির নাম আয়েশা বিবি ও জার্জিস শেখ । বাড়ি ভগবানগোলা থানার স্বর্ণমৃগি এলাকায় । বুধবার রাতে আয়েশাকে ধারালো অস্ত্র দিয়ে খুন করা হয় । এদিন শিয়ালদহ-লালগোলা ফার্স্ট প্যাসেঞ্জারে জিয়াগঞ্জ স্টেশনে নামেন তিনি । তারপর জিয়াগঞ্জ স্টেশন থেকে টোটোয় চেপে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন । সঙ্গে আরও দুজন পুরুষ সঙ্গী ছিলেন বলে জানা গিয়েছে । রাত সাড়ে 9টা নাগাদ টোটো দিঘায় আসতেই ওই মহিলাকে ধারালো অস্ত্র দিয়ে শ্বাসনালী কেটে দেওয়া হয় । মহিলার আর্তনাদে টোটো চালক গাড়ি থামানোর চেষ্টা করতেই টোটো রাস্তার পাশে নয়ানজুলিতে ফেলে দু'জন চম্পট দেয় ।

এই ঘটনা জানাজানি হতেই স্থানীয়রা ছুটে আসেন । খবর পেয়ে আসেন ভগবানগোলা থানার পুলিশ । মহিলাকে উদ্ধার করে লালবাগ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথে মৃত্যু হয় তাঁর । ঘটনার তদন্ত শুরু করে লালবাগ মহকুমা থানার পুলিশ আধিকারিকরা । এরপর আজ সকালে স্বামী জার্জিস শেখের ঝুলন্ত দেহ উদ্ধার হল বাড়ির পাশের এক গাছ থেকে । খুন না-আত্মহত্যা তার ধোঁয়াশা কাটেনি (Husband Wife Death) । আয়েশা খুনের নেপথ্যে কী কারণ রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ ।

আরও পড়ুন:শিক্ষকের লালসার শিকার ছাত্র, গ্রেফতার অভিযুক্ত

অন্যদিকে, জার্জিসের আত্মঘাতীর কারণ জানার চেষ্টা করছে পুলিশ । ওই দম্পতির দুই সন্তান রয়েছে । মাস তিনেক ধরে দু'জনে আলাদা থাকতেন । এক সন্তান বাবার কাছে ও অপরজন মায়ের কাছে থাকত । আয়েশা বিবি সবজি ব্যবসা করতেন । প্রতিদিন রাতে ভাগীরথী এক্সপ্রেসে জিয়াগঞ্জ নেমে বাবার সঙ্গে বাড়ি ফিরতেন । বাবার চায়ের দোকান রয়েছে । বুধবার ট্রেন দেরিতে থাকায় বাবা মোজাম্মেল হক আগেই বাড়ি ফিরে যান । মোজাম্মেল হকের অভিযোগ, জার্জিস শেখই তার মেয়েকে খুন করে আত্মঘাতী হয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details