হরিহরপাড়া, 7 ফেব্রুয়ারি : মোবাইল ফোন নিয়ে পরীক্ষাকেন্দ্রে ঢুকতে বাধা দেওয়ায় তাণ্ডব মুর্শিদাবাদের হরিহরপাড়া হাজি এ কে খান কলেজে ৷ নিরাপত্তারক্ষীদের সঙ্গে ধস্তাধস্তি পরীক্ষার্থীদের একাংশের ৷ পরে পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয় ৷
মোবাইল নিয়ে পরীক্ষাকেন্দ্রে ঢুকতে বাধা, উত্তেজনা হরিহরপাড়ার কলেজে - হরিহরপাড়া
পরীক্ষার্থীদের বক্তব্য, এর আগে প্রতিদিন পরীক্ষার হলে বোর্ড ও ব্যাগ নিয়ে ঢুকতে দেওয়া হয়েছিল ৷ কিন্তু আজ ব্যাগ নিয়ে ঢুকতে গেলে বাধা দেওয়া হয় ৷
আজ কলা ও বিজ্ঞান বিভাগের প্রথম সেমেস্টারের পরীক্ষা ছিল । পরীক্ষার হলে মোবাইল ফোন নিয়ে ঢোকা যাবে না ৷ এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি আগেই কলেজ কর্তৃপক্ষের তরফে জারি করা হয়েছিল ৷ কিন্তু পরীক্ষার্থীদের একাংশ সেই আদেশ অমান্য করে মোবাইল নিয়ে ভিতরে ঢুকতে যায় ৷ বাধা দিতেই নিরাপত্তারক্ষীদের সঙ্গে পরীক্ষার্থীদের বচসা বাধে ৷ শুরু হয় হাতাহাতি । বিক্ষুব্ধ পরীক্ষার্থীরা কলেজে ঢুকে ভাঙচুর চালায় বলেও অভিযোগ । পরীক্ষার্থীদের বক্তব্য, এর আগে প্রতিদিন পরীক্ষার হলে বোর্ড ও ব্যাগ নিয়ে ঢুকতে দেওয়া হয়েছিল ৷ কিন্তু আজ ব্যাগ নিয়ে ঢুকতে গেলে বাধা দেওয়া হয় ৷
খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় হরিহরপাড়া থানায় পুলিশ ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ৷ কিন্তু অশান্তির জেরে নির্ধারিত সময়ের বেশ কিছুক্ষণ পর শুরু হয় পরীক্ষা ৷