লালবাগ, 11 ফেব্রুয়ারি : চিকিৎসার গাফিলতিতে গর্ভবতীর মৃত্যুর অভিযোগে লালবাগে প্রতিবাদ মিছিল ৷ মিছিলে সামিল হন মৃতার আত্মীয়-পরিজন থেকে শুরু করে কয়েকশো সাধারণ মানুষ ৷ লালবাগে চিকিৎসকদের চেম্বার ও বিভিন্ন নার্সিহোমের সামনে বিক্ষোভ দেখান তাঁরা ৷ চেম্বার ও বেসরকারি স্বাস্থ্যকেন্দ্র বন্ধ রাখার দাবিও জানানো হয় ৷ পরে পুলিশের আশ্বাসে শান্ত হন প্রতিবাদীরা ৷
চিকিৎসকের গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগে প্রতিবাদ মিছিল - doctor
চিকিৎসকের গাফিলতি কারণে মহিলার মৃত্যু হয়েছিল বলে অভিযোগ ৷ তার প্রতিবাদে মিছিল সাধারণ মানুষের ৷ মিছিল থেকে একাধিক দাবি তোলা হয় ৷
![চিকিৎসকের গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগে প্রতিবাদ মিছিল protest](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-6039332-thumbnail-3x2-doctor.jpg)
গত শনিবার জিয়াগঞ্জের বাসিন্দা শতাব্দী দত্তের মৃত্যু হয় ৷ বিনা চিকিৎসায় তাঁর মৃত্যু হয়েছে বলে অভিযোগ তোলে পরিবার ৷ অভিযুক্ত চিকিৎসকের গলায় মালা পরিয়ে ও নগদ অর্থ সাহায্য করে অভিনব প্রতিবাদ জানান মৃতের পরিজনেরা ৷ ঘটনার ভিডিয়ো ছড়িয়ে পড়ে সোশাল ভিডিয়ায় ৷ এরপরে আন্দোলনের রূপরেখা বদল করে প্রতিবাদ মিছিল করার সিদ্ধান্ত নেন পরিজনরা ৷ তাঁদের সেই প্রতিবাদে সামিল হন কয়েকশো সাধারণ মানুষও ৷ মিছিল অভিযুক্ত চিকিৎসকের গ্রেপ্তারির দাবি তোলা হয় ৷ তাঁর ডাক্তারি লাইসেন্স বাতিলের দাবি ওঠে ৷ চিকিৎসকদের নিজস্ব চেম্বার বন্ধ করতে হবে ৷ নার্সিংহোমে ডিউটি না করে তাঁদের সঠিক সময়ে হাসপাতালের আউটডোরে আসতে হবে ৷ এইরকমই একাধিক দাবি তোলা হয় মিছিল থেকে ৷
পুলিশ এসে বিক্ষোভ সামাল দেয় ৷ পুলিশের আশ্বাসে শান্ত হন প্রতিবাদীরা ৷ প্রশাসনের তরফে পূর্ণাঙ্গ তদন্তের আশ্বাস মিলেছে ৷