সাগরদিঘি, 14 ডিসেম্বর : নাগরিকত্ব সংশোধনী আইন, 2019-র প্রতিবাদে উত্তাল গোটা দেশ ৷ বিভিন্ন রাজ্য চলছে প্রতিবাদ ৷ রাজ্যের বেশ কয়েকটি জায়গাতেও চলছে বিক্ষোভ, প্রতিবাদ ৷ এবার উত্তপ্ত হয়ে উঠল মুর্শিদাবাদও ৷
বেলডাঙা, জঙ্গিপুরের বিক্ষোভের রেশ কমতে না কমতেই আজ সকালে তার রেশ ছড়িয়ে পড়ল সাগরদিঘির পোড়াডাঙা স্টেশনে ৷ হাজার হাজার মানুষ আজ সকালে একত্রিত হয়ে রেল অবরোধ করে ৷ টায়ার জ্বালিয়ে প্রতিবাদ জানায় ৷
গতকালও বেলডাঙা রেল স্টেশনে আগুন লাগায় উত্তেজিত জনতা । আন্দোলনকারীরা পুলিশকে লক্ষ্য করে সকেট বোমা ছোড়ে । পুলিশের গাড়ি সহ অ্যাম্বুলেন্সে ভাঙচুর করা হয় ৷ আক্রান্ত বেশ কয়েকজন পুলিশকর্মী । ফাটানো হয় কাঁদানে গ্যাসের শেল ।
মুর্শিদাবাদের পোড়াডাঙা স্টেশনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ রেল পুলিশ ও সাগরদিঘি থানার পুলিশ ৷ জনতার আক্রোশ বাড়তে থাকায় উদ্বিগ্ন প্রশাসন ৷ অন্যদিকে, এই আইনের বিরুদ্ধে গতকাল উত্তেজিত ছিল উত্তর 24 পরগনার আমডাঙা সহ বেশ কিছু এলাকা ৷ আজ সকালেও জাতীয় সড়কে টায়ার জ্বালিয়ে ফের শুরু হয় প্রতিবাদ ৷