মুর্শিদাবাদ, 30 অক্টোবর: সরকারি হাসপাতালের ভিতরে বেসরকারি ল্যাবের দালালচক্র (Private lab Brokers) ৷ ঘটনাটি ঘটেছে ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে (Domkal Super Speciality Hospital) ৷ অভিযোগ হাসপাতাল চত্বরেই ল্যাবে পরীক্ষার জন্য সিরিঞ্জে করে রক্ত সংগ্রহ করছিলেন আজহের আলি নামে এক ব্যক্তি ৷ ঘটনাটি স্থানীয় কয়েকজনের চোখে পড়তেই, তাঁরা ওই ব্যক্তিকে আটকায় ৷ এর পরেই দু’পক্ষের মধ্যে ঝামেলা শুরু হয় ৷ এর পর পুলিশে ঘটনাস্থলে গিয়ে আজহের আলি নামে ওই ব্যক্তিকে থানায় নিয়ে যায় ৷ তখনই জানা যায়, ওই ব্যক্তি হাসপাতালের ভিতরে দালালের কাজ করছিলেন অন্য ল্যাবের হয়ে ৷
কিন্তু, কীভাবে সরকারি হাসপাতালের ভিতরে ঢুকে পড়ছে বাইরের এই অসাধু লোকজন ? জানা গিয়েছে, এরা সাধারণ রোগীর পরিবারের মতোই হাসপাতাল চত্বরে ঘোরাঘুরি করে ৷ কোনও রোগী বা তাঁর পরিবারের সদস্য চিকিৎসকরে প্রেসক্রিপশন নিয়ে শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালের ল্যাবে গেলে সেখানেই তাঁদের নিজেদের জালে ফাঁসায় দালালরা ৷ রোগীর পরিবারের থেকে টাকা নিয়ে বেসরকারি ল্যাব থেকে রক্ত থেকে শুরু করে অন্যান্য সব পরীক্ষা করানো হয় ৷