বহরমপুর, 28 এপ্রিল :মুর্শিদাবাদ টু প্যারিস ৷ দুই বাংলার মাটির গান নিয়ে জেলার গণ্ডি পেরিয়ে লোকগান শোনাতে যাচ্ছেন সুদূর ফ্রান্সে (Primary School Teacher of Murshidabad is Going to Paris for Song Concert) ৷ যার রাজধানী শহর প্যারিসে বসছে সেই গান শোনানোর আসর ।
মুর্শিদাবাদের বহরমপুরের বাসিন্দা অনামিকা তরফদার বাংলা লোকগানের একজন পরিচিত শিল্পী হলেও পেশাগত দিক দিয়ে তিনি একজন প্রাথমিক স্কুল শিক্ষিকা । বহরমপুরের জে এন একাডেমির (প্রাতঃবিভাগ) শিক্ষিকা ৷ 2 মে তিনি পাড়ি দিচ্ছেন প্যারিস ৷
আগামী 4 মে সন্ধ্যায় প্যারিসের বিখ্যাত 'লে ট্রেভান্ডো' আন্তর্জাতিক মিউজিক কনসার্ট অডিটোরিয়ামে লাইভ মিউজিক কনসার্টে 'বেঙ্গলি আসামিজ কমিউনিটি'র অনুষ্ঠানে থাকছে শিল্পী অনামিকা তরফদারের ঘণ্টাখানেকের লোকগান ৷ দীর্ঘদিন লকডাউনে যখন গৃহবন্দি ছিলেন, তখন সোশ্যাল মিডিয়ার নানা প্ল্যাটফর্মে গানের অনুষ্ঠান করতেন শিল্পী ৷ এই রকম কিছু অনুষ্ঠান থেকেই প্রবাসীরা খুঁজে পান এই লোকগান শিল্পীকে । তখন থেকেই তাদের আগ্রহ ছিল এই শিল্পীর অনুষ্ঠান সামনে থেকে উপভোগ করার ।
আরও পড়ুন :WB Daughter wins Bronze : তাইকোন্ডো চ্যাম্পিয়ানশিপে ব্রোঞ্জ জয় মুর্শিদাবাদের মেয়ের