পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Bomb recover In Farakka : ফরাক্কায় 17টি বোমা উদ্ধার ধৃত 1 - Bomb recover In Farakka

ফরাক্কায় এক ব্য়ক্তিকে জেরা করে মিলল বোমার হদিশ ৷ পরে পুলিশ গিয়ে 17টি বোমা উদ্ধার করে (Farakka bomb recover) ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বম্ব স্কোয়াড ৷ গ্রেফতার করা হয় একজনকে ৷

Bomb recover
ফরাক্কায় বোমা উদ্ধার

By

Published : Mar 29, 2022, 6:05 PM IST

ফরাক্কা, 29 মার্চ: টানা দু'দিন অস্ত্র উদ্ধারের পর এবার 17টি বোমা উদ্ধার করল ফরাক্কা থানার পুলিশ (Farakka bomb recover)। এই ঘটনায় পুলিশ একজনকে গ্রেফতার করেছে ৷

জানা গিয়েছে, মঙ্গলবার সকালে ফরাক্কার শংকরপুর মোড় 34 নম্বর জাতীয় সড়ক সংলগ্ন আমবাগানের মধ্যে বাঁশঝাড় থেকে বোমাগুলো উদ্ধার করা হয়। বোমা উদ্ধারের ঘটনায় গ্রেফতার করা হয়েছে এক ব্যক্তিকে। পুলিশ জানিয়েছে, ধৃত ওই ব্যক্তির নাম জয় ঘোষ। তার বাড়ি ফরাক্কার হাজারপুর গ্রামে। সম্প্রতি পুরনো অভিযোগের ভিত্তিতে জয় ঘোষকে গ্রেফতার করে ফরাক্কা থানার পুলিশ। গ্রেফতারের পরে তাকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করার সময়েই বেরিয়ে আসে বোমার খবর।

আরও পড়ুন : Basanti Bomb Recover : বাসন্তীতে ড্রামভর্তি বোমা উদ্ধার, গ্রেফতার দুই

পুলিশ জানতে পারে এলাকায় ঝামেলা পাকানোর জন্য বেশ কিছু বোমা একটি বাগানের ভেতরে মজুত রেখেছিল ওই ব্যক্তি। সঙ্গে সঙ্গে ফরাক্কা থানার পুলিশ তাকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে পৌঁছায়। সেখান থেকে পুলিশ একটি ব্যাগের মধ্যে থেকে বোমাগুলো উদ্ধার করে। ব্যাগে মোট 17টি তাজা বোমা রয়েছে বলেই জানিয়েছে পুলিশ। পুলিশ সঙ্গে সঙ্গে ঘটনাস্থল ঘিরে রেখে বম্ব স্কোয়াডকে খবর দেয়। এদিন ধৃতকে আদালতে তোলা হয় ৷

ABOUT THE AUTHOR

...view details