পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

সংকট মেটাতে খড়গ্রামে রক্তদান পুলিশকর্মীদের

লকডাউনের জেরে বিপদে পড়েছে থ্যালাসেমিয়া রোগীরা । প্রসূতিদেরও রক্তের প্রয়োজন । কিন্তু, জেলায় জেলায় রক্ত সংকট । তা মেটাতে এগিয়ে এসেছেন পুলিশ কর্মীরা । আর আজ রক্ত দিলেন খড়গ্রাম থানার পুলিশ কর্মীরা ।

রক্ত সঙ্কট মেটাতে রক্ত দিলেন পুলিশ কর্মীরা
রক্ত সঙ্কট মেটাতে রক্ত দিলেন পুলিশ কর্মীরা

By

Published : Apr 9, 2020, 8:50 PM IST

মুর্শিদাবাদ, 9 এপ্রিল: লকডাউনের জেরে বন্ধ রক্তদান শিবির । ফলে একাধিক হাসপাতালে রক্তের সংকট দেখা দিয়েছে । এই সংকট মেটাতে এগিয়ে এলেন পুলিশ কর্মীরা । মুর্শিদাবাদের খড়গ্রাম থানার উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় । রক্তদান করেন প্রায় 100 জন পুলিশ কর্মী । সংগৃহীত রক্ত মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে পৌঁছে দেওয়া হয়েছে ।

লকডাউনের জেরে বিপদে পড়েছে থ্যালাসেমিয়া রোগীরা । প্রসূতিদেরও রক্তের প্রয়োজন । জেলায় জেলায় এই রক্ত সংকট মেটাতে থানাগুলিকে নির্দেশ দিযেছিলেন মুখ্যমন্ত্রী । সেই নির্দেশ মেনেই রক্তদান করলেন খড়গ্রাম থানার পুলিশ কর্মীরা । একাধিক সিভিক ভলান্টিয়ারও রক্ত দেন সেখানে।

রক্ত দিলেন পুলিশ কর্মীরা
পাশাপাশি আজ মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে রক্তদান শিবিরের আয়োজন করে বেঙ্গল মাদ্রাসা এডুকেশন ফোরাম । রক্ত দেন 59জন শিক্ষক-শিক্ষিকা ।

ABOUT THE AUTHOR

...view details