পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

দেবাঞ্জন কাণ্ডের জের, ফরাক্কায় গাড়িতে গাড়িতে নজর পুলিশের - নীল বাতি

দেবাঞ্জন কাণ্ডের জের ৷ মুর্শিদাবাদের ফরাক্কায় 34 নম্বর জাতীয় সড়ক ধরে নজরদারি পুলিশের ৷ ভুয়ো ভিআইপিদের গাড়ি শনাক্ত করতে শুরু ধরপাকড় ও নাকাতল্লাশি ৷

police patrolling on national high way 34 in Farakka
দেবাঞ্জন কাণ্ডের জের, ফরাক্কায় গাড়িতে গাড়িতে নজর পুলিশের

By

Published : Jul 9, 2021, 8:01 PM IST

ফরাক্কা, 9 জুলাই : কোনও গাড়িতে লেখা Government of West Bengal, আবার কারও গায়ে সাঁটানো Government of India লেখা কাগজ ৷ মুর্শিদাবাদের ফরাক্কার রাস্তায় এমন গাড়ির দেখা মেলে রোজই ৷ এমনকী, বহু ব্যক্তিগত গাড়ির মাথায় জ্বলজ্বল করে লাল অথবা নীল রঙের বাতি ৷ সূত্রের খবর, রাস্তায় বেরিয়ে বিশেষ সুবিধা পেতেই বেআইনিভাবে তাঁদের গাড়িতে এইসব লোগো, স্টিকার এবং বাতি ব্যবহার করেন এক শ্রেণির মানুষ ৷ দীর্ঘদিন ধরেই এমনটা হয়ে আসছে ৷ কিন্তু দেবাঞ্জন কাণ্ড এবং তারপর একের পর এক ভুয়ো আমলা, আধিকারিক ধরার ঘটনায় টনক নড়েছে পুলিশ প্রশাসনের ৷ ভুয়ো ভিআইপিদের গাড়ি শনাক্ত করতে চলছে ধরপাকড় ও নাকাতল্লাশি ৷ শুক্রবার এমনই এক অভিযানে নামে মুর্শিদাবাদের ফরাক্কা থানার পুলিশ ৷

আরও পড়ুন :ভুয়ো ভ্যাকসিন-কাণ্ডে আপাতত সিবিআই তদন্ত নয়, রায় কলকাতা হাইকোর্টের

পুলিশ সূত্রে জানা গিয়েছে, দেবাঞ্জন দেব-সহ (Debanjan Deb) সম্প্রতি ধরা পড়া বেশ কয়েকজন জালিয়াত তাদের ঘুম কেড়ে নিয়েছে ৷ নানা ঘটনা খতিয়ে দেখা যাচ্ছে, মানুষকে প্রতারণার রাস্তা সহজ করতেই ভুয়ো ভিআইপি পরিচয় তৈরি করছে প্রতারকরা ৷ এক্ষেত্রে জাল স্টিকার ও লোগো লাগানো গাড়ি ব্য়বহার করছে তারা ৷ বেআইনিভাবে গাড়িতে ব্যবহার করা হচ্ছে নীল ও লাল রঙের বাতি ৷ ফরাক্কাও তার ব্যতিক্রম নয় ৷

আরও পড়ুন :দেবাঞ্জন অস্বস্তি বাড়িয়েছিল তৃণমূলের, এবার বিজেপির কাঁটা সনাতন

এদিন ফরাক্কা থানা এলাকার নানা জায়গায় নাকাচেকিং চালায় পুলিশ ৷ একাধিক গাড়ি থামিয়ে তল্লাশি করা হয় ৷ 34 নম্বর জাতীয় সড়ক ধরে চলে এই নজরদারি ৷ তবে এদিন এমন কোনও সন্দেহজনক গাড়ি ধরা পড়েনি বলেই জানা গিয়েছে ৷ যদিও আগামী দিনে এই ধরনের নজরদারি লাগাতার চলবে বলেই জানিয়েছে ফরাক্কা থানার পুলিশ ৷

ABOUT THE AUTHOR

...view details