সামশেরগঞ্জ, 20 মার্চ: এসটিএফ ও পুলিশের যৌথ অভিযানে ভেস্তে গেল মাদক পাচারের ছক (Police Arrests 4 Smugglers With Heroin) ৷ পুলিশের জালে 4 পাচারকারী ৷ সামশেরগঞ্জ থানার পুলিশ ও এসটিএফের যৌথ অভিযানে রবিবার রাতে ডাকবাংলার এক হোটেল থেকে অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে ৷ ধৃতদের কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে 1 কেজি হেরোইন। আন্তর্জাতিক বাজারে যার মূল্য প্রায় 1 কোটি টাকা বলে দাবি পুলিশের। সোমবার ধৃতদের বহরমপুর মাদক আইনের বিশেষ আদালতে তোলা হলে বিচারক পাঁচদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন ।
পুলিশের ও এসটিএফের কাছে আগে থেকেই খবর ছিল স্থানীয় একটি বেসরকারি হোটেলে কয়েকজন মাদক পাচারকারি আশ্রয় নিয়েছেন ৷ সেইমতোই ওই হোটেলে যৌথভাবে অভিযান চালায় সামশেরগঞ্জ থানার পুলিশ ও এসটিএফ বাহিনী ৷ রাবিজুল হাসান, তওবর শেখ, শেখ মতিবুর রহমান এবং সাহেব শেখ নামে 4 যুবককে গ্রেফতার করে। ধৃত বছর ছাব্বিশের রাজিবুল অসমের বাসিন্দা। তওবর সামশেরগঞ্জ, শেখ মতিবুর, সাহেব শেখ মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের বাসিন্দা। ধৃতদের কাছে এক কেজি হেরোইন বাজেয়াপ্ত করেছে এসটিএফ এবং পুলিশ। যার আনুমানিক বাজার মূল্য প্রায় এক কোটি টাকা বলেই জানিয়েছে পুলিশ। সোমবারই ধৃত চার যুবককে আদালতে পাঠানো হয় । হেরোইন পাচারের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না, তা তদন্ত করে দেখছে সামশেরগঞ্জ থানার পুলিশ।