সামশেরগঞ্জ, 3 সেপ্টেম্বর: স্বামীকে খুনের চেষ্টার অভিযোগে গ্রেফতার স্ত্রী ও তার প্রেমিক (Police Arrested an Accused Women for Murder Her Husband) ৷ সামশেরগঞ্জের ধুলিয়ান পৌরসভার 15 নম্বর ওয়ার্ডের ঘটনা ৷ শনিবার ধৃতদের আদালতে তোলা হলে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক ৷ অভিযুক্তদের নাম নিলুফা বিবি ও এলাহি আহম্মেদ।
অভিযোগ, নিলুফা বিবি ও জাকির শেখের দীর্ঘ দিনের বিবাহিত জীবন ৷ তাদের নাতি-নাতনিও আছে ৷ সম্প্রতি নিলুফা বিবি স্থানীয় এলাহি আহম্মেদের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়ে ৷ বৃহস্পতিবার তাদের আপত্তিকর অবস্থায় দেখে ফেলেন নিলুফা বিবির স্বামী জাকির ৷ ঘটনার প্রতিবাদ করলে নিলুফার স্বামী জাকিরের উপর চড়াও হয় নিলুফা ও তার প্রেমিক ৷ জাকিরকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি আক্রমণ করেন তারা ৷ গুরুতর জখম অবস্থায় জঙ্গিপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন জাকির ৷