বহরমপুর, 6 জুলাই : বড়সড় চুরি চক্রের হদিস করল বহরমপুর থানার পুলিশ। উদ্ধার করল নগদ কয়েক লাখ টাকা, সোনার গয়না এবং চার চাকা গাড়ি ও দুটি বাইক ৷ গ্রেপ্তার করল ওই চক্রের চারজনকে ।
বাড়ি ভাড়া নিয়ে পরপর চুরি-ছিনতাই, গ্রেপ্তার 4 - চুরি যাওয়া গয়না উদ্ধার
ধৃতরা বহরমপুরে বাড়ি ভাড়া করে থাকছিল ৷ পুলিশ জানিয়েছে, সুযোগ বুঝে একের পর এক চুরি ছিনতাই করত ৷ এই চক্রের পিছনে আরও কেউ আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে ৷
পুলিশ জানিয়েছে, এই চক্রটি বহরমপুর শহরে বাড়ি ভাড়া নিয়েই চুরি ছিনতাই করছিল ৷ তদন্তের স্বার্থে চক্রের কারও পরিচয় সামনে আনতে চায়নি পুলিশ । ধৃতদের আদলতে তুলে পুলিশ হেপাজতে নেওয়া হয়েছে ।
লকডাউনে বহরমপুরে চুরি-ছিনতাই ক্রমশ বাড়তে থাকায় পুলিশের কপালে ভাঁজ পড়তে শুরু করেছিল । সোর্স কাজে লাগিয়েও ওই চক্রের কারও নাগাল পাচ্ছিল না পুলিশ । বাইরের জেলা থেকে এসে শহরে রীতিমতো আতঙ্ক তৈরি করেছিল চক্রটি । তদন্তে নেমে অবশেষে গতকাল শহরের এক অভিজাত এলাকা থেকে চারজনকে গ্রেপ্তার করে পুলিশ । নগদ টাকা, সোনার গয়না মিলিয়ে কয়েক লাখ টাকার জিনিস বাজেয়াপ্ত করে ।