সামশেরগঞ্জ, 21 এপ্রিল: সোশ্যাল মিডিয়ায় বিডিও-কে হুমকির অভিযোগে গ্রেফতার ধুলিয়ানের বিজেপি নেতা ৷ বুধবার রাতে অভিযুক্ত মিলন সিং-কে গ্রেফতার করেছে সামশেরগঞ্জ থানার পুলিশ (BJP leader threatened BDO) ৷
পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার সন্ধ্যায় ধুলিয়ান টাউন যুব মোর্চার সহ-সভাপতি ও পৌর নির্বাচনের 6 নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী সোশ্যাল মিডিয়ায় বিডিও ও তাঁর পরিবারকে প্রকাশ্যে হুমকি দিয়ে একটি পোস্ট করেন ৷ সেই পোস্টে অভিযুক্ত বিজেপি নেতা কার্যত হুমকি দিয়েই জানান, চাকরি বাঁচাতে চাইলে এবং পরিবারের নিরাপত্তা চাইলে কোনও দলীয় নেতাকে সাহায্য করা থেকে বিরত থাকুন ৷ বিডিও-কে উদ্দেশ্য় করা এই পোস্ট ভাইরাল হয় ৷ এরপরেই সোশ্যাল মিডিয়ায় জুড়ে ক্ষোভের সৃষ্টি হয় অভিযুক্ত বিজপি নেতার বিরুদ্ধে ৷