ভগবানগোলা, 27 সেপ্টেম্বর : বাংলাদেশ পাচারের আগে নিষিদ্ধ ফেনসিডিল-সহ চারজনকে গ্রেফতার করল ভগবানগোলা থানার পুলিশ । ধৃতদের কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে 450 বোতল নিষিদ্ধ কাফ সিরাপ । রবিবার রাতে ভগবানগোলা থানার পুলিশ ভারত-বাংলাদেশ সীমান্তের কুপকান্দি মোড়ে তাদের গ্রেফতার করে । আজ, সোমবার ধৃতদের বহরমপুরে এনডিপিএস আদালতে হাজির করা হয়েছে ।
আরও পড়ুন :Samshergange Election: সামশেরগঞ্জে তৃণমূল বুথ সভাপতির বাড়িতে বোমাবাজি
জানা গিয়েছে যে ভারতে 100 মিলি কাশির সিরাপের দাম মাত্র 80 থেকে 100 টাকা । বাংলাদেশে সেটাই বিক্রি হয় সাড়ে তিনশো থেকে সাড়ে চারশো টাকায় । ফলে ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তবর্তী গ্রামের ছোট থেকে বড়, এমনকী মহিলারাও ফেনসিডিল পাচারের সঙ্গে যুক্ত বলে অভিযোগ । তাই প্রায়ই সীমান্তবর্তী এলাকায় বেআইনি ফেনসিডিল উদ্ধার হয় ৷ রবিবারও তাই হল ৷