বহরমপুর, 12 মে : "পোয়েটিক জাস্টিস" । কেশপুরে ভারতী ঘোষের উপর হামলা প্রসঙ্গে একথা বললেন কংগ্রেস নেতা অধীর চৌধুরি । বলেন, "সেদিন তৃণমূল আর ভারতী ঘোষের যৌথ সন্ত্রাসে বিরোধীরা যে যন্ত্রণা ভোগ করেছেন আজ তারই প্রতিফলন ঘটেছে ।"
"পোয়েটিক জাস্টিস", ভারতী ঘোষের উপর হামলা প্রসঙ্গে বললেন অধীর - keshpur
কেশপুরে ভারতী ঘোষের উপর হামলার ঘটনাকে "পোয়েটিক জাস্টিস" বলে উল্লেখ করলেন অধীর চৌধুরি ।
ষষ্ঠ দফার নির্বাচনে সকাল থেকেই উত্তপ্ত কেশপুর । ভারতী ঘোষের উপর হামলার পাশাপাশি তাঁর গাড়িতে ভাঙচুরও চালানো হয় । সূত্রের খবর, পরিস্থিতি সামাল দিতে গুলি চালায় তাঁর দেহরক্ষী । যদিও তা অস্বীকার করেন তিনি । পরে ফের তাঁর গাড়িতে হামলা চালানো হয় । গাড়ি ঘেরাও করা হলে তিনি থানার পাশে অবস্থিত একটি মন্দিরে ঢুকে বিক্ষোভ দেখাতে শুরু করেন ।
এবিষয়ে অধীর চোধুরি বলেন, "মুখ্যমন্ত্রীর মেয়ে ছিলেন ভারতী ঘোষ । ভারতী ঘোষ সেই মায়ের সঙ্গে অনেক লুটপাট করেছেন । এবার ভারতী ঘোষ বুঝছেন মায়ের সঙ্গে লুটপাটে অংশগ্রহণ করে তিনি ঠিক করেননি । সেদিন বিরোধীরা ভারতী ঘোষ আর তৃণমূলের সন্ত্রাসে যে যন্ত্রণা ভোগ করেছিলেন আজ তারই প্রতিফলন হচ্ছে । এটাকেই বোধহয় পোয়েটিক জাস্টিস বলে ।" তিনি আরও বলেন, রাজ্যে শান্তিপূর্ণ নির্বাচন করতে কার্যত ব্যর্থ নির্বাচন কমিশন । এই ব্যর্থতার দায় তিনি চাপিয়েছেন বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবের উপর ।