ফরাক্কা, 5 মার্চ : সংশোধিত ভোটার কার্ডে ব্যক্তির ছবির জায়গায় কুকুরের ছবি ৷ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন ওই ব্যক্তি ৷ নির্বাচন কমিশনের বিরুদ্ধে গাফিলতির তুলেছেন ৷ যদিও স্থানীয় ব্লক প্রশাসনের দাবি, এটাই চূড়ান্ত ভোটার কার্ড নয় ।
গতকাল থেকে ফরাক্কা ব্লকে সংশোধিত ভোটার কার্ড দেওয়ার কাজ শুরু হয়েছে । ভোটার কার্ড হাতে পেয়েই আঁতকে উঠেছেন বেওয়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের রামনগরের বাসিন্দা সুনীল কর্মকার । তিনি জন্ম তারিখ সংশোধনের জন্য জানুয়ারির 8 তারিখ আবেদন করেছিলেন ৷ কিন্তু সংশোধিত কার্ডে দেখেন তাঁর ছবির জায়গায় রয়েছে একটি কুকুরের ছবি । সুনীলবাবুর বক্তব্য, এভাবে একজন নাগরিককে অপমান করা হয়েছে । নির্বাচন কমিশনের আধিকারিক যিনি সই করেছেন তাঁর বিষয়টি দেখা দরকার ছিল । জানান, এনিয়ে আগামীকাল BDO-র কাছে অভিযোগ জানাবেন ৷