পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

নাবালিকা ধর্ষণ, হুমকির ভয়ে গ্রামছাড়া নির্যাতিতার পরিবার - Rape complain at Murshidabad,f

বহরমপুরে নাবালিকাকে ধর্ষণ ৷ অভিযোগ দুই প্রতিবেশী যুবকের বিরুদ্ধে । অভিযুক্তদের হুমকির ভয়ে নির্যাতিতাকে নিয়ে অন্যত্র বাস করছেন বাবা-মা ।

Rape complain at Murshidabad,family threatened and homeless
দশম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ,মারধর হুমকির ভয়ে গ্রামছাড়া

By

Published : Mar 14, 2020, 11:50 AM IST

বহরমপুর,14 মার্চ: নাবালিকাকে ধর্ষণ ৷ ঘরে আটকে রেখে শারীরিক অত্যাচারের অভিযোগ উঠল দুই প্রতিবেশী যুবকের বিরুদ্ধে । বহরমপুরের ঘটনা । অভিযুক্তদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করার পর থেকে অভিযুক্তদের হুমকির ভয়ে নির্যাতিতা মেয়েকে নিয়ে অন্যত্র বাস করছেন বাবা মা । আজ জেলা পুলিশ সুপারের কাছে অভিযোগ জানিয়েছেন তাঁরা ৷ ঘরে ফেরার ব্যবস্থা ও অভিযুক্তদের শাস্তির দাবি চেয়েছে নির্যাতিতার পরিবার ৷

নাবালিকা দশম শ্রেণির ছাত্রী ৷ অভিযোগ, 29 শে ফেব্রুয়ারি সন্ধ্যায় সে বান্ধবীর বাড়িতে যাওয়ার সময় প্রতিবেশী দুই যুবক স্বপন চৌধুরী ও দীপু চৌধুরী তাকে মুখ বেঁধে জোর করে ধরে নিয়ে যায় ৷ এরপর নিজের ঘরে রেখে রাতভর শারীরিক অত্যাচার করে । সারারাত খোঁজাখুজির পরেও সন্ধান মেলেনি । পরদিন ভোরে নাবালিকা মেয়েটি ফিরে আসে বাড়িতে । পরিবারের লোকজন ঘটনার কথা জানতে পারে ৷

বহরমপুর থানায় অভিযোগ জানাতে গেলে পুলিশ প্রথমে অভিযোগ না নিলেও দু'দিন পরে FIR দায়ের হয় ৷ স্বপন চৌধুরিকে থানায় ডাকা হলেও পরে ছেড়ে দেওয়া হয় বলে জানায় নির্যাতিতার পরিবার । অভিযুক্তরা নির্যাতিতার বাবা-মাকে মারধর করে ৷ হুমকি দেওয়া শুরু হয় তাদের । অভিযুক্তদের হুমকির ভয়ে নির্যাতিতাকে নিয়ে বাড়ি ছেড়ে অন্যত্র থাকছেন তার বাবা-মা । গতকাল পরিবারের তরফ থেকে জেলা পুলিশ সুপারের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে।

নাবালিকার মা বলেন ,‘‘কেস করার পর থেকেই আমাদের হুমকি দেওয়া হচ্ছে,ভয়ে মেয়ে নিয়ে আমরা গ্রামছাড়া ৷ অভিযুক্তের শাস্তি ও ঘরে ফেরার আর্জি নিয়ে পুলিশ সুপারের দ্বারস্থ হয়েছি ৷’’

ABOUT THE AUTHOR

...view details