পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

দু'লাখ টাকার কাফসিরাপ-সহ চার মাদক পাচারকারী গ্রেপ্তার - codin phosphate seized

নিউ ফরাক্কা মোড়ে নাকা চেকিংয়ে দু'টি স্কুটি থেকে তল্লাশি চালিয়ে মেলে 520 বোতল নিষিদ্ধ ফেনসিডিল । স্কুটির ডিকি থেকে মিলেছে ফেনসিডিল তৈরির কাঁচামাল নিষিদ্ধ কোডিন ফসফেট ।

phensydyl seized
phensydyl seized

By

Published : Jul 24, 2020, 8:55 PM IST

ফরাক্কা, 24 জুলাই : দু'লাখ টাকার নিষিদ্ধ ফেনসিডিল ও কোডিন ফসফেট-সহ চারজনকে গ্রেপ্তার করল ফরাক্কা থানার পুলিশ । শুক্রবার সন্ধ্যা ছ'টা নাগাদ চারজনকে 34 নম্বর জাতীয় সড়কের উপর নিউ ফরাক্কা মোড় থেকে গ্রেপ্তার করা হয় । আটক করা হয় দু'টি স্কুটিও ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম সোহেল মণ্ডল, শেখ মিলন মণ্ডল, মিনারুল বিশ্বাস ও রবিউল শেখ । তাদের বাড়ি মুর্শিদাবাদের জলঙ্গি ও রানিনগর থানা এলাকায় । ধৃতদের আগামীকাল আদালতে তোলা হবে বলে জানিয়েছেন জঙ্গিপুর জেলা পুলিশ সুপার ওয়াই রঘুবংশী ।

পুলিশের চোখে ধুলো দিতে স্কুটিতে নিষিদ্ধ কাফসিরাপ পাচার করতে গিয়ে ধরা পড়ল চার মাদক পাচারকারী । মালদার দিক থেকে নম্বরবিহীন দু'টি স্ক্রুটিতে করে আসার পথে তাদের গ্রেপ্তার করে পুলিশ । নিউ ফরাক্কা মোড়ে নাকা চেকিংয়ে দু'টি স্কুটি থেকে তল্লাশি চালিয়ে মেলে 520 বোতল নিষিদ্ধ ফেনসিডিল । স্কুটির ডিকি থেকে মিলেছে ফেনসিডিল তৈরির কাঁচামাল নিষিদ্ধ কোডিন ফসফেট । বাজেয়াপ্ত ফেনসিডিল ও কোডিন ফসফেটর মূল্য প্রায় দু'লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ ।

পুলিশের প্রাথমিক জেরায় ধৃতরা স্বীকার করেছে তারা মালদার কালিয়াচক থেকে ফেনসিডিল ও কোডিন ফসফেট জলঙ্গি নিয়ে যাচ্ছিল । সেখান থেকেই বাংলাদেশ পাচার করা হত । এই চক্রের সঙ্গে জড়িতদের খোঁজ পেতে ধৃতদের পুলিশি হেপাজতের আবেদন জানিয়ে আগামীকাল মাদক আইনের বিশেষ আদালতে তোলা হবে ।

ABOUT THE AUTHOR

...view details