রঘুনাথগঞ্জ, 29 অগাস্ট : রোগীর মৃত্যুতে চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলে আবার স্বাস্থ্যকর্মী হেনস্থা । চিকিৎসক এবং হাসপাতাল সুপারকে হেনস্থা করা হয় । নার্সদের মারধর করাও হয় বলে অভিযোগ । গতরাতেই মৃতের ছেলে রেজা উল শেখকে গ্রেপ্তার করা হয় । জঙ্গিপুর সুপার স্পেশালিটি হাসপাতাল চত্বরে মোতায়েন হয় পুলিশ ।
জঙ্গিপুরের রহমানপুরের বাসিন্দা ছিলেন মানোয়ারা বেওয়া (65) । শারীরিক সমস্যা নিয়ে গতকাল বিকেল চারটে নাগাদ তাঁকে ভরতি করা হয় । পরিবারের অভিযোগ, ভরতির পর বার বার স্বাস্থ্যকর্মীদের বলেও কোন সাড়া মেলে না । সন্ধ্যা সাতটা নাগাদ অবস্থার অবনতি হয় বৃদ্ধার । ফের চিকিৎসকদের জানানো হয় । তার এক ঘণ্টা পর চিকিৎসক এসে জানান রোগীর মৃত্যু হয়েছে ।