পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

জঙ্গিপুরে নার্সকে মারধর, স্বাস্থ্যকর্মীদের হেনস্থা; গ্রেপ্তার 1 - Murshidabad news

রোগী মৃত্যুতে চিকিৎসার গাফিলতির অভিযোগে স্বাস্থ্যকর্মীদের আবার হেনস্থা করা হল । জঙ্গিপুরে এই ঘটনায় ইতিমধ্যেই গ্রেপ্তার এক ।

jangipur
নিজস্ব ছবি

By

Published : Aug 29, 2020, 3:45 PM IST

রঘুনাথগঞ্জ, 29 অগাস্ট : রোগীর মৃত্যুতে চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলে আবার স্বাস্থ্যকর্মী হেনস্থা । চিকিৎসক এবং হাসপাতাল সুপারকে হেনস্থা করা হয় । নার্সদের মারধর করাও হয় বলে অভিযোগ । গতরাতেই মৃতের ছেলে রেজা উল শেখকে গ্রেপ্তার করা হয় । জঙ্গিপুর সুপার স্পেশালিটি হাসপাতাল চত্বরে মোতায়েন হয় পুলিশ ।

জঙ্গিপুরের রহমানপুরের বাসিন্দা ছিলেন মানোয়ারা বেওয়া (65) । শারীরিক সমস্যা নিয়ে গতকাল বিকেল চারটে নাগাদ তাঁকে ভরতি করা হয় । পরিবারের অভিযোগ, ভরতির পর বার বার স্বাস্থ্যকর্মীদের বলেও কোন সাড়া মেলে না । সন্ধ্যা সাতটা নাগাদ অবস্থার অবনতি হয় বৃদ্ধার । ফের চিকিৎসকদের জানানো হয় । তার এক ঘণ্টা পর চিকিৎসক এসে জানান রোগীর মৃত্যু হয়েছে ।

রোগীর আত্মীয়রা গ্রামবাসীকে মৃত্যুর খবর দেন । রাত দশটা নাগাদ লোকজন হাসপাতালে চড়াও হয় । মারধর করা হয় নার্সিং স্টাফাদের । পরিস্থিতি দেখতে এসে মানুষের হাতে হেনস্থা হয়ে হয় হাসপাতাল সুপারকে ।

জঙ্গিপুরের SDPO-র নেতৃত্বে পুলিশ আসে । পরিস্থিতি সামাল দেয় । ঘটনার জেরে জরুরি বিভাগ ছাড়া সব বিভাগেই কিছুক্ষণের জন্য কর্মবিরতি পালন করেন চিকিৎসক ও নার্সরা । রাতেই অভিযুক্ত রেজা উলকে গ্রেপ্তার করা হয়েছে ।

কী পরিস্থিতি ছিল জঙ্গিপুরে ?

যদিও রেজা উল অভিযোগ অস্বীকার করেছেন । তিনি জানিয়েছেন, কোনও নার্সকে তিনি হুমকি দেননি । মারধর করেননি । প্রয়োজনে CCTV ফুটেজ খতিয়ে দেখা হোক । সত্যি সামনে আসবে ।

ABOUT THE AUTHOR

...view details