সাগরদিঘি, 31 মে :বিধায়ককে ঘিরে থানা চত্বরে বিক্ষোভ দেখালেন তৃণমূল কর্মীরা ৷ নবগ্রামের তৃণমূল বিধায়ক কানাই মণ্ডল জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূলের চেয়ারম্যানও । সোমবার রাতে একটি সমস্যা নিয়ে আলোচনা করতে সাগরদিঘি থানায় গেলে দলেরই কর্মী-সমর্থকরা থানার মধ্যেই তাঁকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন (Party Workers Harassed TMC MLA inside Sagardighi Police Station)। ধাক্কাধাক্কি করার পাশাপাশি বিধায়কের গাড়িও ভাঙচুর করা হয় বলে অভিযোগ । সাগরদিঘি থানার পুলিশ কোনওরকমে বিধায়ককে তাঁর গাড়িতে তুলে দেয় । যদিও বিধায়ক ঘটনার কথা অস্বীকার করেছেন ।
সাগরদিঘির দামেশ বিলে মাছ ধরা নিয়ে স্থানীয় মৎস্যজীবীদের দু'পক্ষের মধ্যে বিবাদ দীর্ঘদিনের । আইনশৃঙ্খলার অবনতির আশঙ্কায় প্রশাসনের পক্ষ থেকে বিল এলাকায় 144 ধারা জারি করা হয়েছে । আদালতে মামলাও চলছে । জাল ফেলতে না-পারায় মৎস্যজীবীদের উপার্জনে টান পড়েছে । সোমবার রাতে এক পক্ষের হয়ে সাগরদিঘি থানায় সুপারিশ করতে আসেন তৃণমূল বিধায়ক কানাই মণ্ডল ।