বহরমপুরের জেএন অ্যাকাডেমি স্কুলে অভিভাবককে ঘিরে বিক্ষোভ অভিভাবকদের বহরমপুর, 23 ডিসেম্বর: পঞ্চম শ্রেণিতে ভর্তি নিয়ে জটিলতা আর তাকে কেন্দ্র করেই শুক্রবার উত্তেজনা ছড়ায় বহরমপুরের জেএন অ্যাকাডেমি নামে এক সরকারি স্কুলে ৷ নির্দিষ্ট সংখ্যার বাইরে অতিরিক্ত পড়ুয়াদের প্রধান শিক্ষক ভর্তি নিতে না চাওয়ায় তাঁকে ঘিরে বিক্ষোভ দেখান অভিভাবকরা (Berhampore School Problem) ।
বিক্ষোভকারী অভিভাবকদের দাবি, তাঁদের সন্তানরা চতুর্থ শ্রেণি পর্যন্ত এই স্কুলের প্রাথমিক বিভাগে পড়েছে । কিন্তু এখন প্রধান শিক্ষক ভর্তি নিতে অস্বীকার করছেন । বিক্ষোভকারী অভিভাবকদের সংখ্যা প্রায় শতাধিক ৷ জেলা শিক্ষা দফতরে ডিআইকে বিষয়টি লিখিত আকারে জানানোর সিদ্ধান্ত নিয়েছেন অভিভাবকরা (parents protest against Head Teacher at Berhampore)৷
আরও পড়ুন: কাটল দুর্ভোগ, পথচলতিদের মিষ্টিমুখ করিয়ে খুলল সাঁতরাগাছি সেতু
অভিভাবকদের অভিযোগ, প্রধান শিক্ষক জানিয়েছেন স্কুল থেকে এক কিলোমিটার ব্যাসার্ধের বাইরে কোন পড়ুয়াকে ভরতি নেওয়া হবে না । এদিকে সরকারি নিয়মে রয়েছে, একই স্কুলের প্রাথমিক বিভাগের সমস্ত পড়ুয়াকে ওই স্কুলের পঞ্চম শ্রেণিতে ভরতি নিতে হবে ৷ এই প্রসঙ্গে, জেএন অ্যাকাডেমির প্রধান শিক্ষক পুষ্পেন চট্টোপাধ্যায় বলেন, "পঞ্চম শ্রেণিতে সর্বোচ্চ 150 জন পড়ুয়া ভরতি করা যেতে পারে । প্রাথমিক বিভাগ ভবিষ্যতের কথা না ভেবে বহু দূরের পড়ুয়াদেরও ভরতি করেছে । এক কিমির বাইরের কাউকে ভরতি না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি স্কুল কর্তৃপক্ষ ।"
অন্যদিকে, স্কুলটির প্রাথমিক বিভাগের প্রধান শিক্ষকের দাবি, অকারণ জটিলতা তৈরি করা হচ্ছে । প্রাথমিকের সব ছাত্রকে ভরতি নেওয়ার সরকারি গাইডলাইন রয়েছে । ভরতির সুযোগ না মেলায় অভিভাবকরা প্রধান শিক্ষককে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন (parents protest at Berhampore School) ।