ফরাক্কা, 11 মার্চ : ডেথ সার্টিফিকেট নেওয়ার জন্য নগদ এক হাজার টাকা দাবি করেছেন এক সরকারি কর্মী ৷ এমনই অভিযোগ উঠল বহরমপুরে (Staff demands money for death certificate) ৷
বহরমপুর (Murshidabad news) পঞ্চায়েত থেকে মৃত্যুর সার্টিফিকেট দেওয়ার জন্য ফরাক্কা ব্লকের বেওয়া-1 গ্রাম পঞ্চায়েতের এক সরকারি কর্মী এক হাজার টাকা দাবি করেছেন বলে অভিযোগ । এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় এলাকায় । ওই পঞ্চায়েত কর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন মৃত মেয়ের বাবা ।
মৃত মেয়ের ডেথ সার্টিফিকেট আনতে গেলে পঞ্চায়েত কর্মী (panchayat staff allegedly demands money) তাঁর থেকে টাকা চান বলে অভিযোগ ৷ বিষয়টি নিয়ে পুলিশের দ্বারস্থ হয়েছেন ফরাক্কার বেওয়া-1 গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা গোপাল দাস । পঞ্চায়েত কর্মীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি ।