ফরাক্কা, 5 মার্চ:পঞ্চায়েত নির্বাচনের (WB Panchayat Election 2023) প্রাক্কালে আবারও প্রকাশ্যে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীকোন্দল ৷ এবারের ঘটনাস্থল মুর্শিদাবাদের (TMC Factionalism in Murshidabad) ফরাক্কা থানা এলাকার নয়নসুখের স্থানীয় তৃণমূল কার্যালয় ! রবিবার দুপুরে এই কার্যালয়েই সংঘর্ষে জড়িয়ে পড়েন শাসকদলের দুই গোষ্ঠীর সদস্য ও সমর্থকরা ৷ তাতে কার্যালয়ের আসবাবপত্র ভাঙচুর হয় ! মাথা ফাটে স্থানীয় পঞ্চায়েত প্রধানের স্বামীর (Panchayat Pradhan Husband Injured) !
ঘটনার সূত্রপাত হয় গত শুক্রবার ৷ সেদিন দলীয় কার্যালয়েই একটি বৈঠকে বসেছিলেন তৃণমূলের স্থানীয় নেতা ও কর্মীরা ৷ অভিযোগ, সেই বৈঠকে দলীয় সহকর্মীদের হাতে আক্রান্ত হন হৃদয় মণ্ডল ৷ তিনি এলাকার দাপুটে তৃণমূল নেতা ৷ তাঁর স্ত্রী সোনালী মণ্ডল এই নয়নসুখ গ্রাম পঞ্চায়েতেরই প্রধান ৷ বিষয়টি নিয়ে সেদিনই ফরাক্কা থানায় অভিযোগ দায়ের করেন হৃদয় ৷ তাঁর দাবি ছিল, দলের অঞ্চল সভাপতি ইমরান আলি ও তাঁর অনুগামীরা এই হামলার সঙ্গে যুক্ত ৷ যদিও ইমরান সেই অভিযোগ ইতিমধ্যেই খারিজ করে দিয়েছেন ৷
এই ঘটনার পর থেকেই এলাকায় চাপা উত্তেজনা ছিল ৷ এদিকে, সামনেই পঞ্চায়েত ভোট ৷ তথ্য বলছে, এই এলাকায় তৃণমূলের দুই গোষ্ঠীর বিবাদ নতুন নয় ৷ দলের অঞ্চল সভাপতির সঙ্গে পঞ্চায়েত প্রধান ও তাঁর স্বামীর সম্পর্ক ভালো নয় ৷ যার জের গড়িয়েছে তাঁদের দুই পক্ষের অনুগামীদের মধ্যেও ৷ ফলে মাঝেমধ্য়েই অশান্তি হয় ৷ ভোটের আগে এই বিবাদ মেটাতে আসরে নামে দলীয় নেতৃত্বে ৷ দুই পক্ষের মধ্যে মীমাংসা করাতে দায়িত্ব দেওয়া হয় ব্লক সভাপতি অরুণময় দাসকে ৷ কথা ছিল, রবিবার দলীয় কার্যালয়ে বসে সবকিছু মিটমাট করিয়ে দেবেন তিনি ৷
আরও পড়ুন:তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে দিনহাটায় চলল গুলি, আহত 2
কিন্তু, এদিন দলীয় কার্যালয়ে পৌঁছে ব্লক সভাপতি দেখেন, দুই গোষ্ঠীর তরফে প্রচুর লোক জমায়েত করেছে ৷ এতে গণ্ডগোলের আশঙ্কায় কার্যালয় ছেড়ে বেরিয়ে যান অরুণময় ৷ জানিয়ে দেন, মিটমাটের বিষয়টি অন্য কোনও দিন করা হবে ৷ কিন্তু, ব্লক সভাপতি দলীয় কার্যালয় ছাড়তেই দুই পক্ষের মধ্য়ে ফের বিবাদ শুরু হয় ৷ পার্টি অফিসের ভিতরেই চলে দেদার ভাঙচুর, মারপিট ! তাতে কার্যালয়ের বহু আসবাব ভেঙে চুরমার হয়ে যায় ৷ আহত হন পঞ্চায়েত প্রধানের স্বামী হৃদয় মণ্ডল ৷ তাঁকে প্রথমে স্থানীয় গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ পরে সেখান থেকে হৃদয়কে মালদা মেডিক্য়াল কলেজে স্থানান্তরিত করা হয় ৷ ফরাক্কা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ৷