পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Murshidabad Murder: মুর্শিদাবাদে খুন কংগ্রেসের পঞ্চায়েত সদস্যের ছেলে - খড়গ্রামে খুন

পঞ্চয়েত বোর্ড গঠনের পরেই রক্তাক্ত মুর্শিদাবাদ ৷ খুন পঞ্চায়েতের নির্বাচিত কংগ্রেস সদস্যের ছেলে ৷ গুরুতর জখম আরও এক ৷

ETV Bharat
প্রতীকী ছবি

By

Published : Aug 9, 2023, 10:25 PM IST

বহরমপুর, 9 অগস্ট:খড়গ্রামে খুন নব নির্বাচিত কংগ্রেসের পঞ্চায়েত সদস্যের ছেলে । ঘটনায় গুরুতর জখম আরও একজন। পঞ্চায়েতের বোর্ড গঠনের পরই পঞ্চায়েত সদস্যের ছেলেকে কুপিয়ে খুন করা হয়েছে। অভিযোগের তির তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে । খড়গ্রাম থানার সাদল গ্রাম পঞ্চায়েত এলাকায় বুধবার ঘটনাটি ঘটে। মৃতের নাম হুমায়ুন কবীর (21)। মৃতের মা সানোয়ারা বিবি এবার পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেসের প্রতীকে জয়ী হয়েছিলেন। যদিও পরে তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দেন । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।

অভিযোগ নব নির্বাচিত পঞ্চায়েত প্রধান রাজবানু খাতুনের স্বামীর বিরুদ্ধে খুনের অভিযোগ । ঘটনার সময় পঞ্চায়েত সদস্যার ছেলে চায়ের দোকানে বসে ছিলেন বলে জানা গিয়েছে। তখনই দুস্কৃতীরা ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপায় তাঁকে। আশঙ্কাজনক অবস্থায় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনাকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়িয়েছে এলাকায় । মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী । রাজনৈতিক মহলের অভিযোগ, দুই গোষ্ঠীর মধ্যে চরম উত্তেজনা থাকলেও পুলিশ সেভাবে তৎপর ছিল না । কড়া হাতে ব্যবস্থা নেওয়া উচিত ছিল পুলিশের ।

আরও পড়ুন:তৃণমূলকে পরাস্ত করে বাম-কংগ্রেস-বিজেপি-নির্দল দখল নিল পঞ্চায়েতের

পঞ্চায়েত নির্বাচন ঘোষণার দিনই মুর্শিদাবাদের খড়গ্রামে প্রথম নির্বাচনের বলি হন এক কংগ্রেস সমর্থক । এবার পঞ্চায়েতের বোর্ড গঠনের দিন ফের বলি হলেন কংগ্রেসের প্রতীকে পঞ্চায়েত নির্বাচনে জয়ী প্রার্থীর ছেলে । এদিন মুর্শিদাবাদের খড়গ্রামে সাদল পঞ্চায়েতের বোর্ড গঠন ছিল । কংগ্রেসের প্রতীকে জয়ী সানায়ারা খাতুন তৃণমূলের টিকিট না-পাওয়ায় কংগ্রেসের প্রতীকে লড়েছিলেন। তিনি জয়ীও হয়েছিলেন ৷ যদিও বোর্ড গঠনের আগে 5 অগস্ট তিনি ফের তৃণমূলে ফিরে আসেন । কিন্তু ওই এলাকায় তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে প্রধান নির্বাচন নিয়েই রেষারেষি শুরু হয় । নির্বাচিত প্রধান রিজবানু খাতুনের বিপক্ষে ভোট দেন সানোয়ারা খাতুন। তাঁরই স্বামীর বিরুদ্ধে খুনের অভিযোগ ৷

ABOUT THE AUTHOR

...view details