বহরমপুর, 9 অগস্ট:খড়গ্রামে খুন নব নির্বাচিত কংগ্রেসের পঞ্চায়েত সদস্যের ছেলে । ঘটনায় গুরুতর জখম আরও একজন। পঞ্চায়েতের বোর্ড গঠনের পরই পঞ্চায়েত সদস্যের ছেলেকে কুপিয়ে খুন করা হয়েছে। অভিযোগের তির তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে । খড়গ্রাম থানার সাদল গ্রাম পঞ্চায়েত এলাকায় বুধবার ঘটনাটি ঘটে। মৃতের নাম হুমায়ুন কবীর (21)। মৃতের মা সানোয়ারা বিবি এবার পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেসের প্রতীকে জয়ী হয়েছিলেন। যদিও পরে তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দেন । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।
অভিযোগ নব নির্বাচিত পঞ্চায়েত প্রধান রাজবানু খাতুনের স্বামীর বিরুদ্ধে খুনের অভিযোগ । ঘটনার সময় পঞ্চায়েত সদস্যার ছেলে চায়ের দোকানে বসে ছিলেন বলে জানা গিয়েছে। তখনই দুস্কৃতীরা ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপায় তাঁকে। আশঙ্কাজনক অবস্থায় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনাকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়িয়েছে এলাকায় । মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী । রাজনৈতিক মহলের অভিযোগ, দুই গোষ্ঠীর মধ্যে চরম উত্তেজনা থাকলেও পুলিশ সেভাবে তৎপর ছিল না । কড়া হাতে ব্যবস্থা নেওয়া উচিত ছিল পুলিশের ।