সামশেরগঞ্জ, 14 এপ্রিল : উদ্ধার যুবতির পচাগলা দেহ ৷ মৃতার নাম আঞ্জুয়ারা বিবি (27) ৷ ঘটনার গ্রেপ্তার করা হয়েছে এক যুবককে ৷ ধৃতের নাম হাবিবুর রহমান ৷ সূত্রের খবর, হাবিবুরের সঙ্গে ওই যুবতির বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল ৷
স্থানীয় সূত্রে খবর, ওই যুবতির সঙ্গে হাবিবুরের বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল ৷ দুজনেরই বাড়ি সাহেবনগরের বাসিন্দা ৷ ঘটনার 2 মাস আগে থেকেই নিখোঁজ ছিল আঞ্জুয়ারা ৷ অভিযোগ, সম্পর্কের টানাপোড়েনের জেরেই খুন হতে হয়েছে ওই যুবতিকে ৷ একটি নির্মীয়মান বাড়ির বালির গাদা থেকে উদ্ধার হয় ওই যুবতির পচাগলা দেহ ৷ ঘটনার 24 ঘণ্টার মধ্যে আজ অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ ৷ তাকে জিজ্ঞাসাবাদের পর সে জানায় সম্পর্কের টানাপোড়েনের জেরে খুন করেছে সে ৷ সে স্বীকার করেছে, আঞ্জুয়ারার গলায় ওড়নার ফাঁস দিয়ে খুন করেছে সে নিজেই ৷