পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

উদ্ধার যুবতির মৃতদেহ, অভিযোগ বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরেই খুন - anjuara bibi

স্থানীয় সূত্রে খবর, ওই যুবতির সঙ্গে হাবিবুরের বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল ৷ দুজনেরই বাড়ি সাহেবনগরের বাসিন্দা ৷ ঘটনার 2 মাস আগে থেকেই নিখোঁজ ছিল আঞ্জুয়ারা ৷

one woman died due to extra marital affairs in murshidabad
উদ্ধার যুবতির মৃতদেহ, অভিযোগ বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরেই খুন

By

Published : Apr 14, 2020, 4:29 PM IST

সামশেরগঞ্জ, 14 এপ্রিল : উদ্ধার যুবতির পচাগলা দেহ ৷ মৃতার নাম আঞ্জুয়ারা বিবি (27) ৷ ঘটনার গ্রেপ্তার করা হয়েছে এক যুবককে ৷ ধৃতের নাম হাবিবুর রহমান ৷ সূত্রের খবর, হাবিবুরের সঙ্গে ওই যুবতির বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল ৷

স্থানীয় সূত্রে খবর, ওই যুবতির সঙ্গে হাবিবুরের বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল ৷ দুজনেরই বাড়ি সাহেবনগরের বাসিন্দা ৷ ঘটনার 2 মাস আগে থেকেই নিখোঁজ ছিল আঞ্জুয়ারা ৷ অভিযোগ, সম্পর্কের টানাপোড়েনের জেরেই খুন হতে হয়েছে ওই যুবতিকে ৷ একটি নির্মীয়মান বাড়ির বালির গাদা থেকে উদ্ধার হয় ওই যুবতির পচাগলা দেহ ৷ ঘটনার 24 ঘণ্টার মধ্যে আজ অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ ৷ তাকে জিজ্ঞাসাবাদের পর সে জানায় সম্পর্কের টানাপোড়েনের জেরে খুন করেছে সে ৷ সে স্বীকার করেছে, আঞ্জুয়ারার গলায় ওড়নার ফাঁস দিয়ে খুন করেছে সে নিজেই ৷

পুলিশ সূত্রে খবর, আজ হাবিবুরকে জঙ্গিপুর মহকুমা আদালতে তোলা হবে ৷ তদন্তে নেমে পুলিশ জানতে পারে শওহরের বাড়ি থেকে আব্বাপ বাড়িতে এসে থাকার সময় হাবিবুরের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ে আঞ্জুয়ারা বিবি । মোবাইল ফোনের সূত্র ধরেই গতকাল সকালে হাবিবুরকে গ্রেপ্তার করা হয় ৷ এরপর তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ আসল তথ্য উদ্ধার করেছ ।

পুলিশের জেরায় খুনের কথা স্বীকার করে সে । সম্পর্কে চিড় ধরার কারণেই আঞ্জুয়ারাকে খুন করেছে বলে জানায় হাবিবুর ৷ আঞ্জুয়ারার মোবাইলটি ফোনও উদ্ধার করেছে পুলিশ ।

ABOUT THE AUTHOR

...view details