পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

পারুলিয়ায় বোমা বাঁধতে গিয়ে মৃত্যু - bomb

আজ ভোর পাঁচটা নাগাদ বোমা বাঁধতে গিয়ে মৃত্যু হল এক ব্যক্তির ৷ অন্যদিকে মদন শেখ নামে জখম আরও একজন ।

মৃতদেহ

By

Published : Aug 22, 2019, 12:50 PM IST

Updated : Aug 22, 2019, 1:26 PM IST

পারুলিয়া (মুর্শিদাবাদ), 22 অগাস্ট : বোমা বাঁধতে গিয়ে মৃত্যু হল এক ব্যক্তির ৷ নাম সোনারুল শেখ (26) ৷ অন্যদিকে মদন শেখ নামে জখম আরও একজন ৷ তিনি পেশায় কাঠমিস্ত্রি ৷

এই সংক্রান্ত খবর পড়ুন : সিউড়িতে সাংবাদিকের বাড়ি লক্ষ্য করে বোমা

আজ ভোর পাঁচটা নাগাদ বোমা বাঁধতে গিয়ে মৃত্যু হয় সোনারুলের ৷ স্থানীয় সূত্রে খবর, গ্রামেরই এক পরিবারের বিবাদের জেরে মদন শেখ ও সোনারুল শেখকে নিয়ে যাওয়া হয় বোমা বাঁধার জন্য ৷ তবে কে বা কারা তাদের ভাড়া করেছিল তা জানা যায়নি ৷ অনুমানের ভিত্তিতে গ্রামের দু'জন ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ আনে মৃতের পরিবার৷ যদিও অভিযোগের কোনও সঠিক তথ্য প্রমাণ পাওয়া যায়নি ৷

দেখুন ভিডিয়ো

বোমা বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় খড়গ্রাম থানার পুলিশ ৷ মৃতদেহ উদ্ধার করে কান্দি মহকুমা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় । যদিও ঘটনার পর থেকে পলাতক মদন শেখ । কে বা কারা ঘটনায় জড়িত আছে সেই বিষয়ে পুলিশি তদন্ত শুরু হয়েছে ৷ এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে ।

Last Updated : Aug 22, 2019, 1:26 PM IST

ABOUT THE AUTHOR

...view details