মুর্শিদাবাদ, 29 মে: ফের তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ । তার জেরে মত্যু হল দলীয় কর্মীর ৷ রবিবার মুর্শিদাবাদের বড়ঞা থানার বিপ্রশেখর পঞ্চায়েতের পাপড়দা গ্রামে সংঘর্ষের ঘটনা ঘটেছে ৷ দু’পক্ষের ব্যপক বোমাবাজিতে ঘটনাস্থলেই মৃত্যু হয় আমীর শেখ নামে ওই ব্যক্তির ৷ তিনি তৃণমূল কর্মী হিসেবে পরিচিত এলাকায় ৷ ঘটনায় ইতিমধ্য়েই দুই অভিযুক্ত নাগর শেখ ও রাজা শেখকে গ্রেফতার করেছে পুলিশ ৷ পরিস্থিতি যাতে হাতের বাইরে চলে না যায় তার জন্য ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে ৷ ঘটনাস্থল পরিদর্শনে যান স্থানীয় এসডিপিও সাগর রানা ৷
ঘটনা প্রসঙ্গেই আমীর শেখের দিদি মমিলা বিবি জানান, রবিরার সন্ধ্যা 6টা নাগাদ তাঁর ভাই আমীর শেখ নামাজ পড়ে ফিরছিলেন ৷ সেই সময়েই আমীর শেখের উপর হামলা চলে ৷ তৃণমূলের লোকজনই এই হামলা চালিয়েছে বলে অভিযোগ মৃতের পরিবারের ৷ রান্না করার সময় বোমাবাজির আওয়াজ শুনতে পেয়েছিলেন মমিলা ৷ এরপরই বাইরে বেরিয়ে এসে তিনি দেখেন ভাইয়ের মৃত্যু হয়েছে। চাঁদ শেখ নামে এক সিভিক ভলেন্টিয়ারও এই ঘটনায় যুক্ত বলে মৃতের পরিবারের অভিযোগ ৷