ডোমকল, 16 মে: গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত ডোমকল। অভিযোগ, তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বেই মৃত্যু হয়েছে এক ব্যক্তির। ঘটনায় গুরুতর জখম হয়েছেন আরও দু'জন। বর্তমানে জখম 2 জন মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ডোমকল পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। তদন্তে নেমেছে পুলিশ।
ডোমকলে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষের অভিযোগ, মৃত 1, জখম 2 - মৃত 1, জখম 2
ডোমকল পৌরসভার 2 নম্বর ওয়ার্ডে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষের অভিযোগ। এই ঘটনায় 1 ব্যক্তির মৃত্যু হয়েছে। জখম আরও 2 জন। মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে তাঁদের চিকিৎসা চলছে।
অভিযোগ, ডোমকল পৌরসভার উপ পৌরপ্রধানের অনুগামী ও টাউন তৃণমূল সভপতির অনুগামীদের মধ্যে সংঘর্ষ বাধে শনিবার। টাউন তৃণমূল সভাপতি কামরুজ্জামান মণ্ডল ও উপ পৌরপ্রধান কার্তিক চাকির গোষ্ঠীর মধ্যে বিবাদ পুরনো। আজ সেই বিবাদই সংঘর্ষে পরিণত হয়। ডোমকল পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের জিৎপুর নতুনপাড়া এলাকায় দু'পক্ষের মধ্যে প্রথমে বচসা শুরু হয়। পরে বেধে যায় হাতাহাতি। এরপর উত্তেজনা চরমে পৌঁছায়। এই সংঘর্ষে গুরুতর জখম হন 3 ব্যক্তি। এদের মধ্যে মৃত্যু হয়েছে মোজাম্মেল মণ্ডল (68) নামে এক ব্যক্তির। অন্য দুই জখম ব্যক্তিরা হলেন হাফিজুল মণ্ডল ও বক্তিয়ার শেখ। তাঁদের আশঙ্কাজনক অবস্থায় মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভরতি করা হয়েছে। সংঘর্ষে জখম 3 জনকেই প্রথমে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভরতি করা হয়েছিল। অবস্থা গুরুতর হওয়ার কারণে মোজাম্মেল মণ্ডলকে কলকাতার হাসপাতালে রেফার করা হয়। কিন্তু, কলকাতার হাসপাতালে যাওয়ার পথেই তাঁর মৃত্যু হয়।
এদিকে, শনিবারের ঘটনা নিয়ে কোনওপক্ষই এখনও অবধি প্রকাশ্যে প্রতিক্রিয়া জানায়নি। স্থানীয় পুলিশ জানিয়েছে, গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।