পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কাটার সময় বাড়িতে ভেঙে পড়ল গাছ, মৃত 1 - One person died

আলাউদ্দিন শেখের বাড়ি সংলগ্ন একটি তালগাছ ছিল । আজ সেই গাছটি কাটছিলেন কয়েকজন । আচমকা গাছটি হুড়মুড়িয়ে রাকেমুল শেখের বাড়িতে পড়ে যায় । সেই ভেঙে পড়া গাছে চাপা পড়েন চারজন ।

বাড়ির মধ্যে গাছ পড়ে মৃত 1
বাড়ির মধ্যে গাছ পড়ে মৃত 1

By

Published : Jul 26, 2020, 10:22 PM IST

সামসেরগঞ্জ, 26 জুলাই : বাড়ির উপর তালগাছ পড়ে মৃত্যু হল এক ব্যাক্তির । ঘটনায় গুরুতর জখম আরও তিনজন । রবিবার বিকেল পাঁচটা নাগাদ ঘটনাটি ঘটে সামসেরগঞ্জ থানার নিমতিতা গ্রাম পঞ্চায়েতের হীরানন্দপুরে । মৃতের নাম রাকেমুল শেখ (54) ।

জখমদের আশঙ্কাজনক অবস্থায় জঙ্গিপুর মহুকুমা হাসপাতালে ভরতি করা হয়েছে । ঘটনার জেরে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে । স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই গ্রামের বাসিন্দা আলাউদ্দিন শেখের বাড়ি সংলগ্ন একটি তালগাছ ছিল । আজ সেই গাছটি কাটছিলেন কয়েকজন । আচমকা গাছটি হুড়মুড়িয়ে রাকেমুল শেখের বাড়িতে পড়ে যায় ।

বাড়ির মধ্যে গাছ পড়ে মৃত 1

সেই ভেঙে পড়া গাছে চাপা পড়েন চারজন । স্থানীয় মানুষ তাঁদের উদ্ধার করার আগেই মৃত্যু হয় রাকেমুল শেখের । বাকিদের উদ্ধার করে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে । দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা । অবৈজ্ঞানিক পদ্ধিতিতে গাছ কাটার আভিযোগ ওঠে গাছের মালিক আলাউদ্দিন শেখের বিরুদ্ধে । ঘটনার পর থেকে তিনি এলাকাছাড়া ।

ABOUT THE AUTHOR

...view details