লালগোলা, 2 নভেম্বর : 25 লাখ টাকার সোনার বিস্কুট-সহ এক পাচারকারীকে গ্রেপ্তার করল লালগোলা থানার পুলিশ । আজ বিকেলে ওই পাচারকারীকে ভারত-বাংলাদেশ আর্ন্তজাতিক সীমান্তের রঘুনাথগঞ্জ থানা এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ ।
25 লাখ টাকার সোনার বিস্কুট-সহ গ্রেপ্তার 1 - ভারত-বাংলাদেশ আর্ন্তজাতিক সীমান্তে পাচার
গোপন সূত্রে খবর পেয়ে লালগোলা থানার পুলিশ রঘুনাথগঞ্জে হানা দিয়ে গ্রেপ্তার করে নাজিবুল শেখকে । তার কাছ থেকে উদ্ধার হয়েছে 500 গ্রাম সোনার বিস্কুট ।
জানা গিয়েছে, ধৃতের নাম নাজিবুল শেখ । তার বাড়ি রঘুনাথগঞ্জ থানার বড় জংলা কলোনিতে । ধৃতকে মঙ্গলবার আদালতে তোলা হবে ।
গোপন সূত্রে খবর পেয়ে লালগোলা থানার পুলিশ রঘুনাথগঞ্জে হানা দিয়ে গ্রেপ্তার করে নাজিবুল শেখকে । তার কাছ থেকে উদ্ধার হয়েছে 500 গ্রাম সোনার বিস্কুট । জেরায় নাজিবুল স্বীকার করেছে, বাংলাদেশ থেকে সোনার বিস্কুট এনেছিল সে । তবে সীমান্তে সে কীভাবে BSF-এর নজর এড়িয়ে গেল তা নিয়ে প্রশ্ন উঠছে । এই চক্রের সঙ্গে আরও বেশ কয়েকজন জড়িত বলেই সন্দেহ পুলিশের । ধৃতকে পুলিশ হেপাজতে নিয়েই তদন্ত চালাবে লালগোলা থানার পুলিশ ।