পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Firing and Bombing in Murshidabad: ফের মুর্শিদাবাদে চলল গুলি, পড়ল বোমা; মৃত এক - Farakka Firing and bombing

এবার মুর্শিবাদের ফরাক্কায় দুষ্কৃতী দৌরাত্ম্য ৷ গুলি, বোমার আঘাতে মৃত 1, আহত 1 (Farakka Firing and bombing) ৷

ETV Bharat
ফরাক্কায় মৃত 1

By

Published : Jan 31, 2023, 9:48 PM IST

Updated : Jan 31, 2023, 10:03 PM IST

মুর্শিদাবাদের ফরাক্কায় চলল গুলি, পড়ল বোমা

ফরাক্কা, 31 জানুয়ারি: ফের উত্তপ্ত মুর্শিদাবাদ । আবারও চলল গুলি ৷ ছোড়া হল বোমা । ঘটনায় মৃত্যু হল একজনের । গুরুতর জখম আরও এক । এবার ঘটনাস্থল মুর্শিদাবাদের ফরাক্কা থানার কেন্দুয়া ৷ মঙ্গলবার সন্ধ্যা নাগাদ দুই পক্ষের মধ্যে ঝামেলাকে কেন্দ্র করে কার্যত অগ্নিগর্ভ হয়ে ওঠে কেন্দুয়া । এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায় (Firing and bombing at Farakka) ৷

এই সংঘর্ষে মৃত ব্যক্তির নাম নাজির হোসেন (36) । তাঁর বাড়ি কেন্দুয়া এলাকাতেই । গন্ডগোলের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ফরাক্কার এসডিপিও রাসপ্রীত সিংয়ের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী । এলাকায় শুরু হয়েছে পুলিশি টহলদারি । কী কারণে এই গণ্ডোগোল তা নিয়ে এখনও ধোঁয়াশা । পুরো ঘটনার তদন্ত করে দেখছে ফরাক্কা থানার পুলিশ (one died in Farakka) ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সন্ধ্যায় জনা কয়েক ব্যক্তি মদ্যপ অবস্থায় এসে এলাকায় গালিগালাজ শুরু করে । আনারুল শেখ নামে একজনকে প্রাণে মারার হুমকিও দেয় । এই চিৎকার চেঁচামেচিতে এলাকার লোক সেখানে জমা হন ৷ নাজির হোসেনের সঙ্গে ওই মদ্যপদের বচসা শুরু হয় । অভিযোগ এরপরই মদ্যপ ওই যুবকরা তাণ্ডব শুরু করে । চলে গুলি, বোমা ৷

আরও পড়ুন: ফের মুর্শিদাবাদে শুট আউট, গুলিবিদ্ধ যুবক

এই প্রসঙ্গে, মৃতের ভাই লুৎফুল হক বলেন, "গণ্ডগোল হচ্ছে শুনে আমি ছুটে আসি । আমার দাদা দাঁড়িয়ে ছিল । তাঁকে লক্ষ্য করে বোমা ছোড়া হয় ৷ বেনিয়াগ্রাম হাসপাতলে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁর শরীরে একটি গুলিও পায় । সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করা হয় ৷" উল্লেখ্য, দিনকয়েক আগে মুর্শিদাবাদ থানায় শ্যুটআউটের ঘটনায় মৃত্যু হয়েছে এক তৃণমূল নেতার । তার দু'দিন পর ডোমকলে গুলিবিদ্ধ হন এক যুবক ৷ জেলায় বেড়ে চলা এই দুষ্কৃতী দৌরাত্মে চিন্তিত পুলিশ-প্রশাসন ৷

Last Updated : Jan 31, 2023, 10:03 PM IST

ABOUT THE AUTHOR

...view details