পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

সাগরদিঘিতে ব্যক্তির ক্ষতবিক্ষত দেহ উদ্ধার, পাশে মিলল বোমা তৈরির সরঞ্জাম - sagardighi

মাঠে বোমা বাঁধা হচ্ছিল । আর সেই সময় বোমা ফেটেই এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে অনুমান ।

msd
সাগরদিঘিতে বোমা বাঁধতে গিয়ে মৃত 1

By

Published : May 6, 2020, 6:48 PM IST

সাগরদিঘি, 6 মে : মাঠ থেকে এক ব্যক্তির ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার করল সাগর থানার পুলিশ । মাঠে বোমা বাঁধতে গিয়েই ওই ব্যক্তির মৃত্যু হয়েছেবলে প্রাথমিকভাবে অনুমান। ঘটনাস্থান থেকে উদ্ধার হয়েছে বোমা তৈরির সরঞ্জাম। মৃতের নাম লেবু শেখ (42)। বাড়ি সাগরদিঘি থানা এলাকায় ।

আজ সকালে এলাকার কয়েকজন কৃষক মাঠে যাওয়ার সময় সেখানে এক ব্যক্তির মৃতদেহ পড়ে থাকতে দেখেন। তাঁর শরীরে একাধিক ক্ষতচিহ্ন রয়েছে । মৃতদেহের পাশে বোমা তৈরির সরঞ্জামও পাওয়া গেছে । তাই বোমা বাঁধতে গিয়েই তাঁর মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে ।

সেখানে আরও কয়েকজন ছিল এবং মৃতদেহ ফেলে রেখেই সেখান থেকে পালিয়ে গেছে বলেও অনুমান বাসিন্দাদের । ঘটনাস্থানে আসে সাগরদিঘি থানার পুলিশ ৷ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়। আর কেউ সেখানে ছিল কি না তা খতিয়ে দেখছে পুলিশ ।

ABOUT THE AUTHOR

...view details