বহরমপুর, 8 জুন : বোমা বাঁধতে গিয়ে মৃত্যু হল যুবকের । গুরুতর জখম 1 । মৃত যুবকের নাম মিস্টার শেখ (28) । সামশেরগঞ্জ থানার রঘুনন্দপুর এলাকার ঘটনা ।
রঘুনন্দপুরের বাসিন্দা মিস্টার শেখ তৃণমূল সমর্থক । শুক্রবার রাতে স্থানীয় একটি আমবাগানে বোমা বাঁধার কাজ চলছিল । সেইসময় বোমা ফেটে জখম হয় মিস্টার শেখ ও বাসির শেখ । জখম অবস্থায় দু'জনকে প্রথমে জঙ্গিপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয় । পরে সেখান থেকে তাদের মুর্শিদাবাদ মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয় । আজ সেখানে মৃত্যু হয় মিস্টার শেখের । শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বাসিরকে স্থানান্তরিত করা হয় কলকাতা মেডিকেল কলেজে ।