পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

শ্বশুরবাড়িতে যুবতির মৃত্য়ু ঘিরে সংঘর্ষ, মৃত 1 - Murshidabad

হাবিসার মৃতদেহ কবর দিয়ে আসার সময় তাঁর মৃত্যু নিয়ে দুই পরিবারের লোকেদের মধ্যে তর্কাতর্কি শুরু হয় ৷ তার জেরে আজ সকালে দুই পরিবারের মধ্যে বাধে সংঘর্ষ ৷ সংঘর্ষে মৃত্যু হয় শ্বশুরবাড়ির পরিবারের এক সদস্য বানিরুল শেখের ৷

Murshidabad
পারিবারিক বিবাদ

By

Published : Feb 21, 2020, 3:08 AM IST

ভরতপুর, 20 ফেব্রুয়ারি : পারিবারিক অশান্তির জেরে মঙ্গলবার আত্মহত্যা করেন এক মহিলা ৷ আত্মহত্যার জেরে ওই মহিলার বাপেরবাড়ির সঙ্গে শ্বশুরবাড়ির বাধে পারিবারিক বিবাদ ৷ আর সেই বিবাদকে কেন্দ্র করে দুই পরিবারের সংঘর্ষে মৃত এক ও আহত পাঁচ ৷ ভরতপুর থানার অন্তর্গত স্বর্ণহাটি গ্রামের ঘটনা ৷ মৃত ব্যক্তির নাম বানিরুল শেখ(30) ।

জানা গেছে, মঙ্গলবার সন্ধে নাগাদ পারিবারিক অশান্তির জেরে বিষ খান হাবিসা বিবি ৷ তাঁকে ভরতপুর হাসপাতালে নিয়ে গেলে সেখানেই মৃত্যু হয় হাবিসার ৷ সেখান থেকে ময়নাতদন্তের জন্য দেহ পাঠানো হয় কান্দি মহকুমা হাসপাতালে ৷ এই ঘটনার জেরে হাবিসার শ্বশুরবাড়ির সঙ্গে বাপেরবাড়ির লোকজনের বাধে বিবাদ ৷ বুধবার ময়নাতদন্তের পর হাবিসার দেহ কবর দিয়ে আসার সময় তাঁর মৃত্যু নিয়ে দুই পরিবারের লোকেদের মধ্যে বাধে তর্কাতর্কি ৷ সেই ঘটনার জেরে আজ সকালে হাবিসার শ্বশুরবাড়ির লোকজনকে বাপের বাড়ির লোকেরা মারধর করে বলে অভিযোগ ৷ মারধরের জেরে ঘটনাস্থানেই মৃত্যু হয় হাবিসার শ্বশুরবাড়ির পরিবারের এক সদস্যের ৷ আহত হয় দুই পক্ষের পাঁচজন ৷

সংঘর্ষে আহত শুকুর শেখ বলেন, "আজ সকালে হাদিসার বাপেরবাড়ির পরিবারের চার-পাঁচ জন এসে মারধর শুরু করে ৷ আমি থামাতে গেলে আমার মাথায় লাঠি দিয়ে আঘাত করে ৷"

সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থানে যায় ভরতপুর থানার পুলিশ ৷ মৃত বানিরুলের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কান্দি মহকুমা হাসপাতালে পাঠায় ৷ আহতদের ভরতি করা হয়েছে হাসপাতালে ৷ এই ঘটনায় হারেজ শেখ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে ৷ ঘটনার তদন্ত করছে ভরতপুর থানার পুলিশ ৷

ABOUT THE AUTHOR

...view details