বেলডাঙা, 19 নভেম্বর : গ্যাস বেলুনের সিলিন্ডার ফেটে মৃত্যু হল এক ব্যক্তির ৷ দুর্ঘটনায় আহত হয়েছেন 12 জন ৷ তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে কলকাতায় স্থানান্তরিত করা হয় ৷ দুর্ঘটনাটি মুর্শিদাবাদের বেলডাঙা থানার আন্ডিরণ গ্রামের ৷
গ্যাস বেলুনের সিলিন্ডার ফেটে মৃত ব্যক্তি, আহত 12 - gas cylinder blast in Murshidabad
আন্ডিরণে কার্তিক পুজো উপলক্ষে মেলা চলছে তিনদিন ধরে ৷ মেলায় হিলিয়াম গ্যাসের সিলিন্ডার নিয়ে বেলুন বিক্রি করছিলেন একজন ৷ আচমকা সিলিন্ডারটি বিকট আওয়াজ করে ফেটে যায় ৷ দুর্ঘটনায় মৃত্যু হয় একজনের ৷ ঘটনায় আহত হয়েছেন 12 জন ৷
আন্ডিরণে কার্তিক পুজো উপলক্ষে মেলা চলছে তিনদিন ধরে ৷ মেলায় হিলিয়াম গ্যাসের সিলিন্ডার নিয়ে বেলুন বিক্রি করছিলেন এক ব্যবসায়ী ৷ আচমকা সিলিন্ডারটি ফেটে যায় ৷ পাশেই দাঁড়িয়েছিলেন গোপেশ্বর মণ্ডল (65) ৷ ঘটনাস্থানেই মৃত্যু হয় তাঁর ৷ বেলেডাঙা থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় ৷
দুর্ঘটনায় পাঁচ মহিলা সহ 12 জন আহত হন ৷ তাঁদের স্থানীয় বেলডাঙা গ্রামীণ হাসপাতালে পাঠানো হয় ৷ শেখর মণ্ডল নামে একজনের অবস্থা আশঙ্কাজনক ৷ তাঁকে প্রথমে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয় ৷ পরে তাঁকে কলকাতায় স্থানান্তরিত করা হয় ৷ ঘটনায় আহত হয়েছেন বেলুন বিক্রেতাও ৷