পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

সামশেরগঞ্জে বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণ, মৃত 1 - বাঁধার সময় বিস্ফোরণে মৃত্যু হল একজনের

পুলিশ সূত্রে খবর, মোটা টাকার বিনিময়ে বোমা বাঁধার কাজ করত এই দুই ব্যক্তি ৷ রবিবার সেই বোমা বাঁধার কাজ করছিল দুজন ৷ তখনই বিস্ফোরণ হয় ৷ ঘটনাস্থানেই মৃত্যু হয় মতি শেখের ৷

সামশেরগঞ্জে বিষ্ফোরণ
সামশেরগঞ্জে বিষ্ফোরণ

By

Published : Aug 23, 2020, 6:45 PM IST

সামশেরগঞ্জ, 23 অগাস্ট : বোমা বাঁধার সময় বিস্ফোরণে মৃত্যু হল একজনের ৷ গুরুতর জখম আরও এক ব্যক্তি ৷ ঘটনাটি মুর্শিদাবাদ জেলার সামশেরগঞ্জের মহব্বতপুরের ৷ মৃত ব্যক্তির নাম মতি শেখ (40) ৷

ঘটনায় জখম হয়েছে গামু শেখ নামে আরও এক ব্যক্তি ৷ পুলিশ সূত্রে খবর, মোটা টাকার বিনিময়ে বোমা বাঁধার কাজ করত এই দুই ব্যক্তি ৷ রবিবার সেই বোমা বাঁধার কাজ করছিল দুজন ৷ তখনই বিস্ফোরণ হয় ৷ ঘটনাস্থানেই মৃত্যু হয় মতি শেখের ৷ গুরুতর জখম গামু শেখকে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভরতি করা হয়েছে ৷

অভিযোগ, শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্বে অগ্নিগর্ভ হয়ে রয়েছে সামশেরগঞ্জ ৷ প্রায়ই বোমাবাজিতে উত্তপ্ত হয়ে ওঠে ওই এলাকা ৷ আজকের ঘটনার সঙ্গে গোষ্ঠীদ্বন্দ্বের যোগ খুঁজে পাচ্ছেন অনেকেই ৷

স্থানীয় মানুষের বক্তব্য, হঠাৎ বিস্ফোরণে কেঁপে ওঠে পুরো গ্রাম ৷ গ্রামের একটি পরিত্যক্ত বাড়িতে গিয়ে তারা দেখে একজনের ক্ষতবিক্ষত দেহ পড়ে আছে ৷ পাশেই যন্ত্রণায় ছটফট করছে আরও একজন ৷ গ্রামবাসীরাই পুলিশকে খবর দেয় ৷ পুলিশ জখম ওই ব্যক্তিকে চিকিৎসার জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতালে পাঠায় ৷ ঘটনার সঙ্গে কে বা কারা জড়িত আছে তা খতিয়ে দেখছে পুলিশ ৷

ABOUT THE AUTHOR

...view details