ফরাক্কা, 19 অক্টোবর : মালদার গঙ্গায় তলিয়ে গিয়ে তিনদিন পর দেহ মিলল মুর্শিদাবাদে ৷ গত শুক্রবার অর্থাৎ দশমীর দিন ছয় বন্ধু মিলে মালদার বিহারীটোলা ঘাটে গঙ্গায় স্নান করতে নামে মৃণাল মণ্ডল (18) ৷ স্নান করার সময় হঠাৎই তলিয়ে যায় সে ও তার এক বন্ধু সৌম্যদীপ মণ্ডল ৷
খবর পেয়ে উদ্ধারের কাজ শুরু হয় ৷ পুলিশের তরফে একটি স্পিডবোট গঙ্গায় নামানো হয় ৷ কিন্তু তিনদিন ধরে খোঁজাখুঁজি করেও দুজনের কারোরই কোনও খোঁজ পাওয়া যায়নি ৷ অবশেষে সোমবার বিকেলে মুর্শিদাবাদের ফরাক্কা ব্যারেজের 85 নম্বর গেট থেকে মৃণালের দেহ উদ্ধার করা হয় ৷