পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Students Drown : মালদায় তলিয়ে পড়ুয়া দেহ উঠল ফরাক্কা ব্যারেজে, বন্ধু এখনও নিখোঁজ

দশমীর দিন ছ'জন বন্ধুর সঙ্গে মালদায় বিহারীটোলা ঘাটে গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে যায় দুই বন্ধু মৃণাল ও সৌম্যদীপ ৷ তিনদিন ধরে নিখোঁজ থাকার পর অবশেষে সোমবার ফরাক্কা ব্যারেজ থেকে উদ্ধার করা হয় মৃণালের মৃতদেহ ৷ তবে সৌম্যদীপের এখনও কোনও খোঁজ পাওয়া যায়নি ৷

Students Drown
Students Drown

By

Published : Oct 19, 2021, 3:46 PM IST

ফরাক্কা, 19 অক্টোবর : মালদার গঙ্গায় তলিয়ে গিয়ে তিনদিন পর দেহ মিলল মুর্শিদাবাদে ৷ গত শুক্রবার অর্থাৎ দশমীর দিন ছয় বন্ধু মিলে মালদার বিহারীটোলা ঘাটে গঙ্গায় স্নান করতে নামে মৃণাল মণ্ডল (18) ৷ স্নান করার সময় হঠাৎই তলিয়ে যায় সে ও তার এক বন্ধু সৌম্যদীপ মণ্ডল ৷

খবর পেয়ে উদ্ধারের কাজ শুরু হয় ৷ পুলিশের তরফে একটি স্পিডবোট গঙ্গায় নামানো হয় ৷ কিন্তু তিনদিন ধরে খোঁজাখুঁজি করেও দুজনের কারোরই কোনও খোঁজ পাওয়া যায়নি ৷ অবশেষে সোমবার বিকেলে মুর্শিদাবাদের ফরাক্কা ব্যারেজের 85 নম্বর গেট থেকে মৃণালের দেহ উদ্ধার করা হয় ৷

সোমবার সকালে ফরাক্কা ব্যারেজের সিআইএসএফ (CISF) জওয়ান 85 নম্বর গেটে একটি দেহ দেখতে পান । তারপরেই খবর দেওয়া হয় পুলিশ প্রশাসনকে । এরপর পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য নিয়ে যায় । খবর দেওয়া হয় মৃণালের পরিবারকে । ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায় । যদিও মৃণালের সঙ্গে নিখোঁজ হওয়া তার বন্ধু সৌম্যদীপ মণ্ডলের কোনও খোঁজ এখনও পাওয়া যায়নি ৷

আরও পড়ুন :Students Drown : নদীতে স্নান করতে নেমে তলিয়ে গেল দুই পড়ুয়া

ABOUT THE AUTHOR

...view details