বহরমপুর, 2 অগাস্ট : বয়স তখন মাত্র সাত । পোলিয়ো রোগে আক্রান্ত হয়ে দুটো পায়ের জোর হারান মুর্শিদাবাদের বাহাদুরপুরের বাসিন্দা নুর আলম শেখ । কখনও নিজের পায়ে দাঁড়ানো হয়নি নুরের । অতি কষ্ট ও দারিদ্রের মধ্য থেকেও সব বাধা কাটিয়ে আজ সকলের গর্ব নুর । প্রতিবন্ধকতাকে অগ্রাহ্য করে মনের জোর আর অদম্য সাহসের উপর ভর করে ভারোত্তোলনে সোনা জয় করেছেন তিনি । তারপর থেকেই নুর বাহাদুরপুরের বীরবাহাদুর নামেই পরিচিত ।
ভারোত্তোলনে সোনা জিতে তাক লাগাল পোলিয়োয় আক্রান্ত 'বীরবাহাদুর' - murshidabad
পোলিয়ো রোগে আক্রান্ত হয়ে দুটো পায়ের জোর হারান মুর্শিদাবাদের বাহাদুরপুরের বাসিন্দা নুর আলম শেখ । কখনও নিজের পায়ে দাঁড়ানো হয়নি নুরের । অতি কষ্ট ও দারিদ্রের মধ্য থেকেও সব বাধা কাটিয়ে আজ সকলের গর্ব নুর । প্রতিবন্ধকতাকে অগ্রাহ্য করে মনের জোর আর অদম্য সাহসের উপর ভর করে ভারোত্তোলনে সোনা জয় করেছেন তিনি । তারপর থেকেই নুর বাহাদুরপুরের বীরবাহাদুর নামেই পরিচিত ।
দু'পায়ের ক্ষমতা হারালেও সমবয়সীদের দেখে খেলার নেশা তাঁকে চেপে ধরে । সেই নেশায় একদিন স্বপ্ন দেখতে শেখায় । মনের জোর আর অদম্য ইচ্ছে তাকে স্বপ্ন জয়ের পথ দেখিয়েছে ।
পরিকাঠামো ছিল না । বন্ধুরা বাঁশের বেড়া দেওয়া ঘর তৈরি করে দেয় । পাথর ও বাটখারাকে কাজে লাগিয়ে শুরু হয় প্রচেষ্টা । নিরলস পরিশ্রম চালিয়ে বেশ পারদর্শী হয়ে ওঠেন নুর । কয়েক জায়গা থেকে পদকও জিতে আনেন । ডাক পড়ে সিকিমে যোগ দেওয়ার । ইয়ুমথাঙে 'ইস্টার্ন ইন্ডিয়া ইনক্লাইন্ড বেনচ'-এর উদ্যোগে বিশেষভাবে সক্ষমদের জন্য একটি চ্যাম্পিয়নশিপের আয়োজন হয় । সেখানেই ভারোত্তোলনে সোনার পদক পান নুর । ৫২ কেজির বিভাগে ১৭২.৫ কেজি ওজন তুলে প্রথম হন তিনি ।
অভাবের সংসার । বাবা সবজি বিক্রেতা । তবুও পরিবারের সদস্য ও বন্ধুরা বরাবর সাহস ও উৎসাহ জুগিয়েছে । আজও তারাই সাহস জুগিয়ে আসছে । লক্ষ্য আরও বড় জায়গা । দোকানের হাড়ভাঙা খাটুনির পরও চেষ্টা অব্যাহত । স্বপ্ন নিয়েই দিন কাটে নুরের । অলিম্পিক যেন তাকে ডাকে । আগামীতে লক্ষ্য আরও বড় । তার জন্য প্রস্তুতি চলছে । অভাব শুধু পর্যাপ্ত পরিকাঠামোর । আর সেই কারণেই সরকারের থেকে সাহায্য চাইছে নুরের পরিবার ও বন্ধুরা ।