মুর্শিদাবাদ, 22 জুন : মুর্শিদাবাদ জেলায় নতুন করে আরও 9 জনের শরীরে মিলল কোরোনা সংক্রমণের হদিস । এই নিয়ে জেলায় মোট কোরোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল 185 জন। ইতিমধ্যেই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 158 জন।
মুর্শিদাবাদে নতুন করে কোরোনা আক্রান্ত 9 - মুর্শিদাবাদ কোভিড ১৯
সোমবার নতুন করে আরও 9 জনের শরীরে মিলল কোরোনা সংক্রমণের হদিস । এই নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল 185।
সোমবার সুতি ব্লকের দুজন, ভরতপুর 1 ব্লক, লালগোলা, ফরাক্কা, শক্তিপুর, সাগরদিঘি, ভগবানগোলা-2 ও জিয়াগঞ্জ-আজিমগঞ্জ ব্লকের একজন করে কোরোনায় আক্রান্ত হয়েছেন । আক্রান্তদের মাতৃসদন কোভিড হাসপতালে ভরতি করা হয় । আক্রান্তদের বেশিরভাগই পরিযায়ী শ্রমিক বলে জানা গিয়েছে। অপরদিকে, আক্রান্তরা যাদের সংস্পর্শে এসেছিলেন, তাঁদের চিহ্নিতকরণের কাজ শুরু করেছে জেলা স্বাস্থ্যবিভাগ। অপরদিকে, আক্রান্তদের পরিবারের সকলকেই হোম কোয়ারানটিনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, পরিযায়ী শ্রমিকরা ফিরতে শুরু করার পর থেকে বেড়েই চলেছে কোরোনা আক্রান্তের সংখ্যা। গত দু'দিনে জেলায় মোট 15 জনের শরীরে কোরোনা সংক্রমণের হদিস মিলেছে । তবে, এই জেলায় কোরোনা সুস্থ হওয়ার হারও উল্লেখযোগ্যভাবে বেড়েছে । এখনও পর্যন্ত 158 জন কোরোনামুক্ত হয়ে বাড়ি ফিরেছেন ।