সুতি, 24 অগস্ট :নিমতিতা বিস্ফোরণ কাণ্ডে মঙ্গলবারই (আজ) চার্জশিট জমা দিচ্ছে জাতীয় তদন্তকারী সংস্থা (NIA) ৷ সেই চার্জশিটে কার কার নাম রয়েছে, এনআইএ-র তদন্তেই বা কী তথ্য উঠে এসেছে, তা নিয়ে স্বাভাবিকভাবেই তৈরি হয়েছে কৌতুহল ৷ সূত্রের খবর, এদিন বিশেষ আদালতে তাদের চার্জশিট পেশ করবে এনআইএ ৷
আরও পড়ুন :নিমতিতা কাণ্ডে নাম না করে ইমানিকে তোপ জাকির হোসেনের
প্রসঙ্গত, বিধানসভা নির্বাচনের আগে হঠাৎই সংবাদ শিরোনামে উঠে আসে মুর্শিদাবাদের নিমতিতা ৷ কলকাতা যাওয়ার পথে ভয়াবহ হামলার মুখে পড়েন রাজ্য শ্রম দফতরের তৎকালীন প্রতিমন্ত্রী জাকির হুসেন ৷ ট্রেন ধরার জন্য তিনি স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে পৌঁছতেই ঘটে যায় বিস্ফোরণ ৷ তাতে মোট 12 জন জখম হন ৷ আহতদের মধ্যে জাকিরও ছিলেন ৷ চিকিৎসার জন্য তাঁদের সকলকেই হাসপাতালে ভর্তি করা হয় ৷ ঘটনাটি ঘটে চলতি বছরের 17 ফেব্রুয়ারি ৷