পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Nimtita Blast : নিমতিতা বিস্ফোরণ কাণ্ডে আজ চার্জশিট এনআইএ-র

নিমতিতা কাণ্ডে মঙ্গলবার চার্জশিট পেশ করা হবে ৷ বিশেষ আদালতে চার্জশিট পেশ করবে সিট ৷ গত 17 ফেব্রুয়ারি বিস্ফোরণ ঘটে মুর্শিদাবাদের নিমতিতা স্টেশনে ৷ তাতে জখম হন 12 জন ৷ আহতদের অন্যতম রাজ্য শ্রম দফতরের তৎকালীন প্রতিমন্ত্রী জাকির হুসেন ৷

By

Published : Aug 24, 2021, 2:38 PM IST

NIA will file charge sheet today on Nimtita Blast case
Nimtita Blast : নিমতিতা বিস্ফোরণ কাণ্ডে আজ চার্জশিট এনআইএ-র

সুতি, 24 অগস্ট :নিমতিতা বিস্ফোরণ কাণ্ডে মঙ্গলবারই (আজ) চার্জশিট জমা দিচ্ছে জাতীয় তদন্তকারী সংস্থা (NIA) ৷ সেই চার্জশিটে কার কার নাম রয়েছে, এনআইএ-র তদন্তেই বা কী তথ্য উঠে এসেছে, তা নিয়ে স্বাভাবিকভাবেই তৈরি হয়েছে কৌতুহল ৷ সূত্রের খবর, এদিন বিশেষ আদালতে তাদের চার্জশিট পেশ করবে এনআইএ ৷

আরও পড়ুন :নিমতিতা কাণ্ডে নাম না করে ইমানিকে তোপ জাকির হোসেনের

প্রসঙ্গত, বিধানসভা নির্বাচনের আগে হঠাৎই সংবাদ শিরোনামে উঠে আসে মুর্শিদাবাদের নিমতিতা ৷ কলকাতা যাওয়ার পথে ভয়াবহ হামলার মুখে পড়েন রাজ্য শ্রম দফতরের তৎকালীন প্রতিমন্ত্রী জাকির হুসেন ৷ ট্রেন ধরার জন্য তিনি স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে পৌঁছতেই ঘটে যায় বিস্ফোরণ ৷ তাতে মোট 12 জন জখম হন ৷ আহতদের মধ্যে জাকিরও ছিলেন ৷ চিকিৎসার জন্য তাঁদের সকলকেই হাসপাতালে ভর্তি করা হয় ৷ ঘটনাটি ঘটে চলতি বছরের 17 ফেব্রুয়ারি ৷

ঘটনার পর তদন্ত শুরু করে রাজ্য পুলিশের গোয়েন্দা দফতর, এসটিএফ ও সিএফএসএল ৷ অনুজ শর্মার নেতৃত্বে গঠিত হয় সিট ৷ মাত্র 10 দিনের মধ্যে হামলায় জড়িত সন্দেহে আবদুল সামাদ ওরফে বোমারু সামাদ নামে এক ব্য়ক্তিকে গ্রেফতার করে সিআইডি ৷ সুতি থেকে তাকে পাকড়াও করা হয়ে ৷ আবদুল সামাদকে জেরা করে এরপর ঝাড়খণ্ড থেকে গ্রেফতার করা হয় সাহিদুল ইসলাম ওরফে কেমিক্যাল সাহিদুলকে ৷

আরও পড়ুন :হাসপাতাল থেকে ভিডিয়ো বার্তা জঙ্গিপুরের তৃণমূল প্রার্থী জাকির হোসেনের

ঘটনার দু’সপ্তাহ পর তদন্তভার গ্রহণ করে এনআইএ ৷ তদন্তে নেমে স্থানীয় বিধায়ক ইমানি বিশ্বাসকে কলকাতায় ডেকে পাঠায় তারা ৷ দু’দফায় জেরা করা হয় তাঁকে ৷ প্রসঙ্গত, এই বিস্ফোরণের ঘটনায় ইমানি বিশ্বাসের দিকেই আঙুল তুলেছিলেন জাকির হোসেন ৷ এখন দেখার এনআইএ-র চার্জশিটে ইমানির বিশ্বাসের নাম রয়েছে কি না ৷

ABOUT THE AUTHOR

...view details