পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

নিমতিতা বিস্ফোরণকাণ্ডে তদন্ত শুরু এনআই-এর

আজ বিকেলে এনআইএ-এর চার সদস্যের প্রতিনিধি দল নিমতিতা স্টেশনে পৌঁছায় । বিস্ফোরণস্থল সহ গোটা স্টেশন চত্বর খতিয়ে দেখেন তদন্তকারি দল । স্টেশন মাস্টারের সঙ্গেও তাঁরা কথা বলেন ।

নিমতিতা বিস্ফোরণ কাণ্ডে তদন্ত শুরু এনআই-এর
নিমতিতা বিস্ফোরণ কাণ্ডে তদন্ত শুরু এনআই-এর

By

Published : Mar 3, 2021, 11:03 PM IST

নিমতিতা, 3 মার্চ : নিমতিতা বিস্ফোরণকাণ্ডের তদন্ত শুরু করল এনআইএ । গতকাল তদন্তভার হাতে নেয় এনআইএ । তারপরই আজ বিকেলে তদন্তের কাজ শুরু করে এনআইএ ।

আজ বিকেলে এনআইএ-এর চার সদস্যের প্রতিনিধি দল নিমতিতা স্টেশনে পৌঁছায় । বিস্ফোরণস্থল সহ গোটা স্টেশন চত্বর খতিয়ে দেখেন তদন্তকারি দল । তাঁরা কথা বলেন স্টেশন মাস্টারের সঙ্গেও । গত 17 ফেব্রুয়ারি নিমতিতা স্টেশনে শ্রম প্রতিমন্ত্রী জাকির হোসেনের উপর বোমা হামলা হয়। ভয়াবহ বিস্ফোরণে জখম হন মন্ত্রী সহ তাঁর 27 অনুগামী। দুর্ঘটনার একদিন পরই ঘটনার তদন্ত শুরু করে রাজ্য গোয়েন্দা দফতর সিআইডি । তদন্তে নেমে আবু সামাদ এবং সহিদুল ইসলাম ওরফে কেমিকেল সহিদুল নামে দুজনকে হেফাজতে নেয় সিআইডি ।

আরও পড়ুন : নিমতিতা বিস্ফোরণ কাণ্ডের তদন্তে এনআইএ

সিআইডি-র দাবি পুরানো শত্রুতার জেরেই মন্ত্রীর উপর হামলা হয়েছিল। তবে বিভিন্ন মহল থেকে ঘটনার সিবিআই তদন্তের দাবি ওঠে। আর আজ থেকে তদন্ত শুরু করল এনআইএ ।

ABOUT THE AUTHOR

...view details