কান্দি, 2 অক্টোবর : আশুতোষ কলেজ, বজবজ কলেজ, বারাসত গভর্নমেন্ট কলেজ । একের পর এক কলেজে ভরতির মেধাতালিকায় দেখা গিয়েছিল পর্ন তারকাদের নাম । আবার শিলিগুড়ি কলেজের মেধাতালিকায় জায়গা করে নিয়েছিল ডোরেমন, শিন চ্যানের মতো কার্টুন চরিত্র । এবার মুর্শিদাবাদের কান্দি রাজ কলেজের ভরতির মেধাতালিকায় দেখা গেল মহেন্দ্র সিং ধোনির নাম ।
গতকাল দুপুরে কান্দি রাজ কলেজের মেধাতালিকা সামনে আসে । সেখানে অঙ্কের মেধাতালিকায় রয়েছে মহেন্দ্র সিং ধোনির নাম । এর আগে রাজ্যের কয়েকটি কলেজে ভরতির মেধা তালিকায় সানি লিওন, মিয়া খলিফার মতো পর্ন তারকাদের নাম । সোশাল মিডিয়ায় ভাইরালও হয় সেই তালিকা ।
আরও পড়ুন : আশুতোষ কলেজে ভরতির মেধাতালিকায় শীর্ষে সানি লিওন !