খড়গ্রাম, 10 মে : বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম তাঁর বিদ্রোহী কলমের মাধ্যমে সম্প্রীতির বার্তা দিয়ে লিখে গিয়েছিলেন, "মোরা এক বৃন্তে দুইটি কুসুম হিন্দু মুসলমান/ মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ ।" কবির সেই সম্প্রীতির বার্তার প্রতিফলন দেখা গেল খড়গ্রামে (Communal Harmony in Khargram) ৷
পরিবারহারা মৃত হিন্দু ভাইয়ের শেষকৃত্যের কাজ সারলেন তাঁর মুসলিম দোস্তরা । মৃত পালিন মার্জিতের তিনকূলে কেউ নেই । দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতার কারণে ভুগছিলেন তিনি । হঠাৎই মঙ্গলবার শারীরিক অসুস্থতার কারণে তাঁর মৃত্যু হয় । তাঁর আত্মীয়স্বজন কেউ না থাকায় মুর্শিদাবাদের খড়গ্রামের ইন্দ্রিরা এলাকায় তাঁর মৃতদেহ সৎকার করার দায়িত্বভার তুলে নিলেন মুসলিম ভাইয়েরা । এলাকার তৃণমূল কংগ্রেস চালিত পঞ্চায়েত প্রধানের প্রতিনিধি হুমায়ুন কবির, তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি আলতামাস কবির, এলাকার স্বনামধন্য বিশিষ্ট ব্যক্তিত্ব কালাম শেখ, লালন শেখ, নেটা শেখরা মিলে তাঁর মৃতদেহ সৎকার করার দায়িত্ব নিলেন ।