পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Communal Harmony in Khargram : সম্প্রীতির অনন্য নজির, পালিন মার্জিতের সৎকার করলেন কালাম শেখরা - হিন্দু বন্ধুর সৎকার করলেন মুসলিম দোস্তরা

স্বজনহারা হিন্দু বন্ধু পালিন মার্জিতের সৎকার করলেন মুসলিম দোস্তরা ৷ মঙ্গলবার এহেন সম্প্রীতির ছবি দেখা গেল মুর্শিদাবাদের খড়গ্রামে (Communal Harmony in Khargram) ৷

Khargram News
সম্প্রীতির ছবি খড়গ্রামে

By

Published : May 10, 2022, 10:42 PM IST

খড়গ্রাম, 10 মে : বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম তাঁর বিদ্রোহী কলমের মাধ্যমে সম্প্রীতির বার্তা দিয়ে লিখে গিয়েছিলেন, "মোরা এক বৃন্তে দুইটি কুসুম হিন্দু মুসলমান/ মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ ।" কবির সেই সম্প্রীতির বার্তার প্রতিফলন দেখা গেল খড়গ্রামে (Communal Harmony in Khargram) ৷

পরিবারহারা মৃত হিন্দু ভাইয়ের শেষকৃত্যের কাজ সারলেন তাঁর মুসলিম দোস্তরা । মৃত পালিন মার্জিতের তিনকূলে কেউ নেই । দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতার কারণে ভুগছিলেন তিনি । হঠাৎই মঙ্গলবার শারীরিক অসুস্থতার কারণে তাঁর মৃত্যু হয় । তাঁর আত্মীয়স্বজন কেউ না থাকায় মুর্শিদাবাদের খড়গ্রামের ইন্দ্রিরা এলাকায় তাঁর মৃতদেহ সৎকার করার দায়িত্বভার তুলে নিলেন মুসলিম ভাইয়েরা । এলাকার তৃণমূল কংগ্রেস চালিত পঞ্চায়েত প্রধানের প্রতিনিধি হুমায়ুন কবির, তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি আলতামাস কবির, এলাকার স্বনামধন্য বিশিষ্ট ব্যক্তিত্ব কালাম শেখ, লালন শেখ, নেটা শেখরা মিলে তাঁর মৃতদেহ সৎকার করার দায়িত্ব নিলেন ।

খড়গ্রামে হিন্দু ভাইয়ের সৎকার করলেন মুসলিম ভাইয়েরা

আরও পড়ুন :সৎকার করে ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনা ! দেগঙ্গায় অটো উল্টে মৃত্যু মহিলার

পঞ্চায়েত প্রধান হুমায়ুন কবির বলেন, "ভাই পালিনের বাবা অনেদিন আগেই মারা গিয়েছেন ৷ এদিন হঠাইৎ তাঁর মৃত্যু হয় ৷ তাঁর কেই নেই ৷ তাই এদিন আমরা গ্রামের সকল মুসলিম ভাইয়েরা একত্রিত হয়ে শ্মশানে নিয়ে যাচ্ছি সৎকারের জন্য ৷ এটা সামাজিক কাজ, এটা বাংলার সম্প্রীতি ৷ এতে হিন্দু-মুসলমান সম্প্রীতি বজায় রাখার জন্য আমরা একাজ করছি ৷" এই সম্প্রীতির নজিরকে কুর্নিশ জানিয়েছে এলাকাবাসীর সকলে ।"

ABOUT THE AUTHOR

...view details